05-10-2023, 02:01 PM
(05-10-2023, 12:38 PM)মাগিখোর Wrote: আপনারা খুব অসভ্য। সেই যে পাহাড়ের গায়ে সুমি আর পেমাকে ছেড়ে এলেন, একবারও তাদের খোঁজ নিচ্ছেন না।
আর, এক ছেলের মা সাইলি (আগে বোধহয় সায়লি লিখেছিলাম); সেও আপনাদের মন থেকে হারিয়ে গেলো নাকি?
আফসোস!!!![]()
আসলে ফোরামে এখন এত বালছাল গল্পে ভরে গেছে যে, এইরকম ভালো গল্পগুলো মাঝে মাঝে চোখের আড়াল হয়ে যায়। তবে এখন যা বৃষ্টি হচ্ছে কিংবা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে শুনছি আগামী কয়েকদিনও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই পাহাড়ে ধস না নামে, সেদিকে একটু খেয়াল রাখবেন। বাকিটা বরাবরের মতোই ফাটাফাটি। আর আমিও বরাবরের মতোই লাইক এবং রেপু দিলাম।
