05-10-2023, 12:47 PM
(01-10-2023, 04:20 PM)kinkar Wrote: বাঃ বাঃ, এ যেন দেখি মেঘ না চাইতেই জল! সত্যি বহু প্রতীক্ষিত পর্ব। তবে কিনা বড্ড ছোট হয়ে গেল। পর্ব বলা চলে না।
ঠিকই বলেছেন। তবে এর চাইতে বড় পর্ব লেখা আমার পক্ষে এই মুহূর্তে একটু মুশকিল। শরীর সুস্থ হলেও বল ফিরে পেতে সময় লাগবে তাই যতটা সম্ভবপর তার মধ্যেই লিখছি। তবুও আপনাদের ভালবাসা পাচ্ছি এটাই পরম পাওয়া। আগামী রবিবার বৌদির চুমু-হামি থ্রেডে আগাম আমন্ত্রণ রইল। পায়ের ধূলো দেবেন অতি অবশ্যই।