03-10-2023, 08:44 AM
রগরগে দৃশ্যগুলো তুমি বরাবরই ভালো লেখো। তাই ওই নিয়ে নতুন করে কিছু বলতে চাই না। তবে একটা কথা অবশ্যই বলব, পাঁচজন পুরুষ আর দুজন নারীকে নিয়ে যৌনদৃশ্য লেখা চাড্ডিখানি কথা নয়। এখানে প্রধান চরিত্র নন্দনা। ওর কথাই সবাই বেশি করে শুনতে চাইবে, পড়তে চাইবে। তাই ওকে সবার থেকে বেশি গুরুত্ব তো দিতেই হবে। কিন্তু বাকিদের প্রেজেন্স এবং নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন খুব সুন্দর করে বর্ণনা করেছো। এদের মধ্যে ইউসুফের ডায়লগ এবং এক্টিভিটি একটু কম হয়ে গেছে। যদিও খেলা এখনো শেষ হয়নি, পরে হয়তো ওর জন্যও থাকবে। তবে আজকের চারটি আপডেটের মধ্যে প্রথম আপডেটটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। চিরন্তনকে বলা শান্তিরঞ্জনের কথাগুলো মন ছুঁয়ে গেল। আর রজত? নেগেটিভ ক্যারেক্টার হলেও ও আস্তে আস্তে আমার সব থেকে পছন্দের চরিত্র হয়ে উঠছে এই উপন্যাসে। জানিনা আর কতদিন বাকি আছে এই গল্পের, তবে তোমার বাকি উপন্যাসগুলোর মত এটারও দুর্দান্ত পরিসমাপ্তি হোক, এটাই চাইবো। yr):


![[Image: Images-2-2-1.jpg]](https://i.ibb.co/89NWqpy/Images-2-2-1.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)