02-10-2023, 11:16 PM
A Very Good Short Story. However, not perfect. কেননা, গল্পে দুটো unanswered questions রয়ে গেছে - প্রথমতঃ অজ্ঞাত মেয়েটির পরিচয় আর শশাঙ্কের sabotage করার motive. মেয়েটির পরিচয় জানার জন্য অনেকক্ষণ গল্পের কাহিনী এগিয়ে গেছে, কিন্তু সেটাই শেষ পর্যন্ত কথিকা ছেড়ে দিলো ! তাই, Ending-টা একটু unconventional. তবুও পড়ে বেশ ভালো লাগলো.
আশা করি, এমন আরো অনেক গল্প নিয়ে আমাদের সামনে হাজির হবে. তোমার একদম প্রথমদিককার ছোটো গল্প বলে তোমার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই. তুমি নবীনা হিসেবে অনেক পরিণত লেখিকার ছাপ তোমার লেখায় রেখেছো.
আরেকটি কথা, অতসী ম্যাম. যদি অক্ষরগুলোর size 5 না হোক, অন্ততঃ 4 ও করে দিতেন, তাহলে পড়তে আরো সুবিধে হতো - এতে কার্পণ্য করার কিছুই নেই. সবাই তো আর সঙ্গে করে lapy/pc নিয়ে ঘোরে না, আর থাকলেও সবসময় সম্ভব নয়. mobile-টাই সঙ্গে সঙ্গে থাকে. mobile থেকে এতো ছোটো ছোটো অক্ষরে লেখা পড়তে অসুবিধে হয়. তাই অনুরোধ রইলো যে, ব্যাপারটা একটু দেখবেন.
শুভেচ্ছা রইলো.