02-10-2023, 02:25 AM
এই কমেন্ট না করা এবং রেপুটেশন না দেওয়া এটা নিয়ে দিন কয়েক আগে একজন নতুন উঠতি লেখক প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাঁর রাগ সংগত ছিল কারণ চব্বিশ পঁচিশ হাজার ভিউজ অথচ দশটাও রেপুটেশন নেই তাছাড়া কোন সেরকম কমেন্টও নেই। এটা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছি গসিপে। আগে কিন্তু এমনটা ছিল না। হ্যাঁ 50 জন পড়লে সবাই কমেন্ট করত না কিন্তু 5 জন করত। অনুপাত হার তেমন ছিল না এখন সেটা সাঙ্ঘাতিক বেড়ে গেছে। হাজার পাঁচ হাজার জনেও একজন কমেন্ট করছে না। লেখক লিখছে দুপাতা আর তাদের একটা লাইন লিখতে বড়ো কষ্ট! আমি সেই কারণেই আপনার সিদ্ধান্তের বিরোধিতা করছি না। গসিপে লেখক রাজনীতির জন্য চলে যায়, একটা কেস বাদ দিয়ে আমার কোথাও আর সেটা মনে হয় নি। লেখক চলে যায় বিরক্ত হয়ে যখন দেখে পড়ছে 5 লাখ আর রিপ্লাই করছে একজন। সেও বন্ধু সুলভ কেউ। এখনকার পাঠকদের বক্তব্য তারা যে পড়ছে ওটাই লেখকের বহুত ভাগ্য। সবাই লেখক হতে পারে না কিন্তু আরে বাপু পড়বার পর ভাল লাগল দাদা এটুকু তো বলতেই পারে। মন খারাপ করবেন না। এমনিতেই আজকাল আবার লেখক যদি গল্প লিখে রেপুটেশন লাইক দাবী করে তো সেটাকে ভিক্ষা বলে দেগে দেওয়ার চল হয়েছে এরা মনে হয় হোটেলে গিয়ে ফ্রীতে খায় আর তারপর হোটেলের মালিক টাকা চাইলে বলে ভিক্ষা দিচ্ছি আপনাকে। এখন যদি আবার বলেন কমেন্ট করছে না তাহলে না জানি আরও কতকিছু দাগবে। দুএকজন পাঠক আছে আবার তারা অন্যদের থ্রেডে গিয়ে খুঁটিয়ে পড়বে কিন্তু কমেন্ট সাধের একজনের থ্রেডেই করবে। আরে বাবা সবার প্রিয় লেখক থাকে, আমার নেই? তা বলে আমি কী সঞ্জয় সেনের থ্রেডে যাই না ভৌতিক পড়তে নাকি বাবানের থ্রেডে যাই না দুষ্টু ইচ্ছে পড়তে, না বুম্বার থ্রেডে গিয়ে বন্দনা সৈকত নিয়ে কমেন্ট করি না। হ্যাঁ এটা ঠিক তাদের কোন একটা পড়ব কোন একটা পড়ব না কিন্তু পড়লে কমেন্ট করব সে ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ। কিন্তু এখানকার মনে হয় বেশীরভাগ পাঠক শুধু এটুকুই জানে যে প্রিয় লেখকের গল্প পড়ে তাতেই মন্তব্য করতে হয় অন্যদের পড়ে চুপচাপ মুখ মুছে সরে যেতে হয়। তবে শেষে এটুকুই বলব যে পাঁচটা লোক এখনও পড়ছে সে তারা আপনার ভক্ত হোক বা আমার মত অতিথি পাঠক হোক, তাদের জন্য লিখুন। কারণ, ওই হাজারটা নন রেজিস্টার্ড আর কমেন্ট না করা রেজিস্টার্ড পাঠকদের থেকে তারা অনেক দামি।