02-10-2023, 12:21 AM
(This post was last modified: 02-10-2023, 12:23 AM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
একজন পাঠক হিসেবে বলবো যেকোনো গল্পে (যদি সত্যিই সেই গল্প ভালো লাগে) মতামত দেওয়া পাঠকের ছোট্ট একটা কর্তব্য। যদিও কাউকে জোর করা যায়না সেটা করতে কিন্তু ভালো লাগলে দুটো চারটে লাইন লিখতে ক্ষতি কি? তোমার প্রথম গল্প বাদে বাকি প্রতিটা ইরো গল্পের প্রতিটা পর্বে আমি মন থেকে বেরিয়ে আসা রগরগে মতামত দিয়ে এসেছি। কারণ আমি জানি ওই কয়েকটা লাইনই তোমায় আলাদা উত্তেজনার সাথে অনুপ্রেরণা যোগাবে আগামী পর্বের জন্য। এবং বাকি পাঠক বন্ধুদের মতামত তো আছেই। এই সামান্য কয়েকটা লাইন ম্যাজিকের কাজ করে এসব ক্ষেত্রে। কারণ গল্পটা সবার আগে নিজের হলেও বিলিয়ে দেবার পর আর নিজের থাকেনা। তখন সেটা পাঠকদের। তারাই যদি না বলে কেমন লাগলো, বা কোথায় আরেকটু জোর দেওয়া উচিত তাহলে আর লেখার ইচ্ছে জাগে কিকরে। এই সমস্যার মধ্যে দিয়ে আমিও গেছি। তাই তোমার ব্যাপারটা খুব ভালো বুঝতে পারছি।
শেষে এইটুকুই বলবো এই গল্প তোমার। তাই তার পরিণতি কি সেটা তুমিই ঠিক করবে। ইচ্ছের অভাব দেখা দিলে সমাপ্তি টানাতে দোষ নেই। যদি বর্তমান ডিসিশনটাতে দৃঢ় হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে বলবো এমন ভাবে সিরিজটা শেষ কোরো যাতে গল্প তার সঠিক সমাপ্তি খুঁজে পায়। পূর্ব নির্ধারিত শেষটার পরিবর্তে এই নতুন এন্ডিং যেন আমাদেরকে তৃপ্তি দেয়। এসব বলার প্রয়োজন নেই জানি। কারণ গল্পের মূল্য তুমি বোঝো। তাই যারা তোমার সত্যিকারের পাঠক তাদের জন্য বেস্ট ক্লাইম্যাক্স চাই সিরিজে। এবং অবশ্যই তার আগের অংশ গুলোতেও বুম্বা সুলভ লেখনীর জাদু। ♥️
শেষে এইটুকুই বলবো এই গল্প তোমার। তাই তার পরিণতি কি সেটা তুমিই ঠিক করবে। ইচ্ছের অভাব দেখা দিলে সমাপ্তি টানাতে দোষ নেই। যদি বর্তমান ডিসিশনটাতে দৃঢ় হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে বলবো এমন ভাবে সিরিজটা শেষ কোরো যাতে গল্প তার সঠিক সমাপ্তি খুঁজে পায়। পূর্ব নির্ধারিত শেষটার পরিবর্তে এই নতুন এন্ডিং যেন আমাদেরকে তৃপ্তি দেয়। এসব বলার প্রয়োজন নেই জানি। কারণ গল্পের মূল্য তুমি বোঝো। তাই যারা তোমার সত্যিকারের পাঠক তাদের জন্য বেস্ট ক্লাইম্যাক্স চাই সিরিজে। এবং অবশ্যই তার আগের অংশ গুলোতেও বুম্বা সুলভ লেখনীর জাদু। ♥️