Thread Rating:
  • 56 Vote(s) - 3.13 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL ধুম্রগড় রহস্যে বড়বৌদি (চতুর্থ পর্ব প্রকাশিত)
হ্যাঁ এই হল মহাবীর্য্য। তুমি আরেকবার প্রমাণ করলে কেন তুমি সেরা। যারা তোমার লেখার স্বাদ পেয়েছে একবার দাদাভাই তারা বারবার তোমার লেখা পড়ার জন্য ছটফট করবে এতে কোন সন্দেহ নেই। বাবান স্যারের সাথে সহমত লেখক নেমেই ছক্কা হাঁকিয়েছেন আবার বুম্বার কথাও ঠিক নিশীথ ও বড়বৌদির মিলন দৃশ্য আরেকটু বর্ণনা করা যেত।
এবার যদি এই বিশেষ পর্ব নিয়ে বলি তাহলে বলতেই হয় প্রত্যাশার তুলনায় অনেক ছোট আপডেট। বিশেষ করে আজকাল যখন সব লেখকেরা বড়ো বড়ো আপডেট দিচ্ছেন তখন তুমি বা কামদেবের পুঁচকে আপডেট মন ভরাতে পারে না। কিছু মনে করো না কিন্তু ধুম্রগড়ের এই আপডেটের জন্য তুমি কিন্তু আমাদের বহুদিন অপেক্ষা করিয়েছো তাই এই কথা তোমাকে শুনতেই হবে দাদাভাই। 
এটা ঠিক তোমার প্রত্যেকটা গল্প আর তার প্লট দূর্দান্ত হয় আর এই প্লটের জন্যই পর্বটা সত্যিই মহাবীর্য্য স্বয়ং লিখেছেন সেটা বিশ্বাস করা যায় কিন্তু লেখার বাঁধন? দাদাভাই অনেক দুর্বল কিন্তু, মহাবীর্য্যের বাঁধন নয় বরং আলগা বাঁধন যেন কোনমতে কাজ সেরেছো। আর সেই জন্যই এই পর্ব আমার খুব যে ভালো লেগেছে সেটা বলতে পারছি না। হ্যাঁ শেষের ইডিওপাস কমপ্লেক্সের যে প্রসঙ্গ এসেছে সেটা বেশ ভালো কিন্তু সেটা ততোটাও না যে বাপানের দুঃখ পাঠক ফিল করতে পারবে। সনাতনের প্রসঙ্গ এল কিন্তু তার ভূমিকা কতটুকু গল্পে? স্রেফ রুটি বানানো? তারজন্য তাকে নাম দেওয়ার কী দরকার? বাপানের তো খুব জোরে পেচ্ছাপ পেয়েছিলো তাহলে সে সেটা না করে কাঁদতে গেল কেন? রামানন্দ তো তার গোপন রহস্য পোদ্দারদের বংশধরদের বলবে, তাহলে বড়বৌদির কাছে সব গড়গড় করে বলে দিল কীভাবে? নিশীথ আর বড়োবৌদি সবসময় তো বাপানের সাথে ছিল, তাহলে তারা যে সেক্স করবে সেটা কখন তারা ঠিক করল? বড়বৌদী তো বাড়ীর বড়ো বৌ, সম্ভ্রান্ত পরিবার, নিশ্চয়ই এক লহমায় রাজী হয় নি? এমন বহু প্রশ্ন এই পর্বে তৈরী হল যেগুলো আগের পর্বগুলোতে একবারের জন্যও মনে আসে নি কারণ বাঁধন, লজিক এইসবগুলো এমন ভাবে ছিল। কিন্তু এই পর্বে সেসব হাওয়া। এ যেন সেই খালি ঘরের রহস্য গল্পে মৃত্যুর পর শার্লক হোমসকে ফিরিয়ে আনা, তার মধ্যে আগের শার্লক ভাব নেই। তুমিও যেন সেই ধুম্রগড়কে পাঠকদের চাপে আনতে গিয়ে সব গরমিল করে দিয়েছো। সব মিলিয়ে এই পর্বকে টেনেটুনে পাশ নম্বর দেওয়া যায় তার বেশী না কিন্তু। তবে উপভোগ্য সেটা শুধু একটাই কারণে, লিখেছেন খোদ মহাবীর্য্য।
[+] 1 user Likes Akash23's post
Like Reply


Messages In This Thread
RE: ধুম্রগড় রহস্যে বড়বৌদি (চতুর্থ পর্ব প্রকাশিত) - by Akash23 - 01-10-2023, 11:37 PM



Users browsing this thread: 2 Guest(s)