01-10-2023, 04:10 PM
(13-09-2023, 12:26 AM)Henry Wrote: ইংরেজী বিভাগের গল্পটি শেষ করব পুজোর আগে তিনটি আপডেটের মাধ্যমে, অনেকদিন ওর আপডেট দিইনি বলে পাঠককুল বেজায় রেগে আছে। আগের মত একেবারেই সময় পাই না। তাই লেখার সময় বার করা অসম্ভব হয়ে ওঠে। ইংরেজী গল্পটির আপডেট লিখছি। ওটা হয়ত দু একদিনের মধ্যে পোস্ট দেব। হেমন্তের অরণ্যের একটি বড় আপডেট দেব পুজোর আগে। তারপর বাকিটা হেমন্তেই শুরু হবে। এই গল্পের ভাবনা অনেক বড়। তাই আরও অনেক আপডেট আসবে। তবে ঐ হেমন্তেই।
তবে আপনাদের মতামত দেখতে চাই গল্পের মোড় কোন দিকে গেলে পাঠকের ভালো লাগবে।
এটা সত্যি যে এর বেশী দেরী নেই যখন কাবেরীর জন্য সেই crossroad-টা, যেখানে ওকে ওর তথাকথিত সংসারে ফিরে যাওয়ার মুহূর্ত আর এই 'অরণ্যে' দু'দিনের পাতানো সংসারে প্রেমিক-মেয়েকে ছেড়ে যাওয়ার মুহূর্তটা একসঙ্গে এসে উপস্থিত হবে. তখন ও কি সিদ্ধান্ত নেয়, সেটাই এই গল্পের সবচেয়ে বড় critical moment এবং, অবশ্যই the direction of this story in totality হতে চলেছে. তোমার লেখার উপর এতোটা বিশ্বাস রয়েছে যে, তুমি সুচারুরূপে এর উপস্থাপন করবে.
গল্পের মোড় সম্পর্কে আমার মত:
কাবেরীর দুই ছেলেই প্রায় প্রাপ্তবয়স্ক. সেই অর্থে তারা আর সেইরকম ভাবে ওদের মা'র উপর নির্ভরশীল নয়. আর এদিকে বুধনের সঙ্গে এক বাঁধনহারা মুক্তির স্বাদ অনুভব করতে পারছে. সেই এই পরিবারকে নিজের মতো গড়ে তুলতে পারবে - তাতে ও নিজের অস্তিত্ব ও সত্ত্বাকে যথার্থভাবেই খুঁজে পাবে. কাবেরী নিজের সংসারকে ছেড়ে বুধনের সঙ্গে সংসার করুক. ভবিষ্যতে ওর সন্তানের মা হোক. আর সেই জঙ্গল-অরণ্যের গরীব-দুঃখীদের বাচ্চাদের জন্য একটি ভালো প্রাথমিক শালার ভার নিক. সে সম্পূর্ণরূপে স্বয়ংসম্পূর্ণা হয়ে ওঠবে, যা সে তার পুরনো সংসারে অনুভব করে ওঠতে পারেনি.