30-09-2023, 11:52 AM
(30-09-2023, 01:45 AM)cuckoldfardin Wrote: প্রিয় বুম্বা দা,
তোমার গল্পের আমার সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমার এইরকম উত্তেজক প্রচ্ছদ তৈরি। ইশ! কি সুন্দর করে ইমেজের মাধ্যমেই গল্পের বর্ননা দিয়ে দেও। তোমার এই প্রচ্ছদ তৈরির হাত এত ভালো, আমি কি বলে যে প্রশংসা করব বুঝে উঠতে পারছি না। আগের পর্বের প্রচ্ছদ আর এবারেরটা তো একদম সবথেকে সেরা।
তবে তোমার এই পাঠক সরল মনে একটা জিনিস জানত চায়, তোমার কল্পনাকে তুমি কিভাবে ছবিতে রুপান্তরিত কর? Ai এর সাহায্যে নাকি নিজে কোন এপ বা সাইটে গিয়ে বানাও?
তোমার এসব পিক দেখতে দেখতে নিজের মনেও নিজের কল্পনা গুলোকে ছবিতে রুপান্তরিত করার ইচ্ছা জেকে বসেছে তাই জিজ্ঞাস করলাম। যদি কোন তথ্য দিয়ে সাহায্য কর তোমার ক্ষুদে পাঠককে সেই আশায়৷
আমার উপন্যাসের বেশিরভাগ প্রচ্ছদ আমি তৈরি করি উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে। তার সঙ্গে অবশ্যই নিজের কল্পনা মেশানো থাকে। প্রচ্ছদগুলো এডিট করার সময় আমি Polish অ্যাপ ব্যবহার করি বেশিরভাগ সময়।
(30-09-2023, 10:29 AM)Somnaath Wrote: পেন্নাম হই গুরুদেব আপনি সত্যিই জিনিয়াস। একটার পর একটা আপডেটের ঘোষণা। পাগল করে দেবে আমাদেরকে।
পাগল হাওয়া
কি আমার মতন তুমিও হারিয়ে গেলে
ফুলেরও বনে হাজারও রঙের মেলায়
সুরভি লুটের খেলায়
তারে নাহি পেলে