29-09-2023, 09:06 PM
(10-05-2022, 01:30 PM)Bichitro Wrote: এই যে পৃথার একটা ফটোর সাথে কথা বলা ... এটা কেমন একটা লাগছে । মানে আমরাও সেলিব্রেটির উপর ক্রাশ খাই যেমন পৃথা ওই ফটোর লোকটার উপর খেয়েছে । কিন্তু আমাদের কেউ পৃথার মত সেলিব্রেটির ফটোর সাথে কথা বলেনা , বলিনা । ডাইরি লেখা আলাদা, ভগবানের ফটোর সামনে নিজের গোপন কথা বলা আলাদা কিন্তু একটা অচেনা অজানা মানুষের ফটোর সাথে কথা বলাটা কেমন একটা লাগছে ....
কোথাও একটা সাইকোলজির দুটো লাইন পড়েছিলাম --- পুতুলের সাথে কথা বলা খারাপ না । পুতুল যখন কথা বলতে শুরু করে তখন সেটা খারাপ।
তবুও কেমন একটা সাইকো সাইকো লাগছে ।
❤️❤️❤️
মানুষ তো সিনেমার নায়ক নায়িকাদের দেখে কাল্পনিক স্বমেহন করে। সেই সময় তাদের উদ্দেশ্যে কথাও বলে। এটাও সেই রকম। ভালো লাগা ছবিটাকে কাল্পনিক ক্রাশ বানিয়ে কথা বলা।