28-09-2023, 10:42 PM
ইহার পরেও লোকে কহিবে মহাবীর্য্য খামোখা গোঁসা করিতেছে! কিন্তু এমন অন্যায় স্বচক্ষে শুধু যে দেখিয়াছি তাহা নহে বিলক্ষণ অনুভব অবধি করিয়াছি তাহার পরেও গর্জিয়া উঠিব না।
সঞ্জয়দা, ভাল করিয়া জানেন মহাবীর্য্য ভূতকে কায়াতুল্য ভালবাসে সে ভূত যতই কায়াহীন হউক! তাহার সহিত আমার লায়লা তুল্য প্রেম! তাহা হইলে একটী বার আমারে আমন্ত্রণ জানানো যাইত না? আমন্ত্রণ যদি নাও হয় নিতান্ত জ্ঞাতার্থে এই থ্রেডের হদিশ দিয়া যাইত না?
যদি আমি এই সাবফোরামে না আসিতাম তাহা হইলে জানিতাম অবধি না যে শুধু এক ভূতের নহে বহুবিধ ভূতের সঙ্কলণ আনিয়া আপনি এক্কেরে দৈনিক ভূতচতুর্দশী খুলিয়া বসিয়া আছেন! মেইন ফোরামের দেন নাই! কেহই কিছু কহিত না মেইন ফোরামে দিলে পরে। সাবফোরামে দেওয়ার ফলে আমাদের ভূতপ্রেমীদের ইহা খুঁজিয়া পাইতে সমস্যা যেমন তেমন আপনিও বিস্তর পাঠক হারাইতেছেন। ইহা অনৈতিক এবং আমি ইহার ঘোর তিরস্কার করিতেছি। এইযাত্রা বড়দা বলিয়া ছাড়িয়া দিলুম ফের যদি ভূতের আমদানি করিয়াছেন আর সেই আম খাইতে আমারে না ডাকিয়াছেন তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ থুতনির তলে লাগাইয়া আপনার সহিত আড়ি ঘোষণা করিয়া দিব।
সঞ্জয়দা, ভাল করিয়া জানেন মহাবীর্য্য ভূতকে কায়াতুল্য ভালবাসে সে ভূত যতই কায়াহীন হউক! তাহার সহিত আমার লায়লা তুল্য প্রেম! তাহা হইলে একটী বার আমারে আমন্ত্রণ জানানো যাইত না? আমন্ত্রণ যদি নাও হয় নিতান্ত জ্ঞাতার্থে এই থ্রেডের হদিশ দিয়া যাইত না?
যদি আমি এই সাবফোরামে না আসিতাম তাহা হইলে জানিতাম অবধি না যে শুধু এক ভূতের নহে বহুবিধ ভূতের সঙ্কলণ আনিয়া আপনি এক্কেরে দৈনিক ভূতচতুর্দশী খুলিয়া বসিয়া আছেন! মেইন ফোরামের দেন নাই! কেহই কিছু কহিত না মেইন ফোরামে দিলে পরে। সাবফোরামে দেওয়ার ফলে আমাদের ভূতপ্রেমীদের ইহা খুঁজিয়া পাইতে সমস্যা যেমন তেমন আপনিও বিস্তর পাঠক হারাইতেছেন। ইহা অনৈতিক এবং আমি ইহার ঘোর তিরস্কার করিতেছি। এইযাত্রা বড়দা বলিয়া ছাড়িয়া দিলুম ফের যদি ভূতের আমদানি করিয়াছেন আর সেই আম খাইতে আমারে না ডাকিয়াছেন তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ থুতনির তলে লাগাইয়া আপনার সহিত আড়ি ঘোষণা করিয়া দিব।