Thread Rating:
  • 49 Vote(s) - 3.24 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL মহাবীর্য্য ভাণ্ডার (নবকাহিনী শ্যামলবাবুর আখ্যান প্রকাশিত)
(26-09-2023, 07:54 PM)cuck son Wrote: শুনেছিলাম আপনি হঠাত করে অসুস্থ হয়ে পরেছেন । কয়েকদিন আগে আপনার নিমন্ত্রণ পেয়ে বুঝলাম বেঁচেই আছেন । সুধু বেচেই নেই লাথিও কষছেন( ঐযে বলে না alive and kicking)। আবার দেখি নিজের অঙ্কন প্রতিভা বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছেন। নিজেকে আর আটকে রাখতে পারলাম না । আমি যদিও নিজের প্রতিভার কথা গোপন রাখি , কিন্তু আপনার স্বার্থে আর গোপন রাখতে পারলাম না । না হয় সারাটা জীবন নিজেকে এক বিশাল আঁকিয়ে ভেবে ভুলে ভরা জীবন কাটিয়ে যাবেন। তা কি আমি হতে দিতে পারি । উঁহু কোনদিন না , তহলে শুনুন আমার অঙ্কন প্রতিভার বিবরন ।  

বাচ্চারা আঁকে ইলেকট্রিক যন্ত্রতে ইলেকট্রিক কলম চালিয়ে । আর প্রেফেসনাল শিল্পীরা আঁকে কাগজে তুলির আঁচর দিয়ে ( এই গ্রুপে মনেহয় আপনার মত বিখ্যাত বাঘ শিল্পীও আছে) । কিন্তু আমি আঁকি কি দিয়ে জানেন ? আমার তুলি জীবন্ত। ওই সামান্য কাঠ আর ঘোড়ার লেজের চুল দিয়ে তৈরি তুলি আমার মতন জগত জয়ী আঁকিয়ের কাছে অস্পৃশ্য । আমার কাজ কারবার জীবন্ত প্রানি নিয়ে। 

এই ধরুন ডজন খানেক তেলাপকা ভিন্ন ভিন্ন রঙ্গে ডুবিয়ে দিয়ে ক্যানভাসে ছেড়ে দিয়ে কি একটা না abstract painting তৈরি করলাম । বড় বড় জ্ঞানী গুণী ব্যাক্তি সেই ছবির দিকে ঘণ্টা দুয়েক কপাল কুঁচকে তাকিয়ে থেকে বলল বাহ বাহ...... এই ছবিতে শিল্পী জীবনের মর্মার্থ তুলে ধরেছেন । তাদের মতে শিল্পীর হাতে নাকি তুলি জীবন্ত হয়ে উঠেছিলো ।

ভায়া তুমি দেখিতেছি, সাঙ্ঘাতিক নররূপী দেবতা! লোকে তেলাপোকাকে তেল অবধি দেয় না আর তুমি তাহাকে শুধুই যে রঙ দিয়াছ তাহাই নহে উপরন্তু বেগার খাটাইয়াও লহিয়াছ, এক পয়সা বেতন দাও নাই। ইহা কি শোষণ নহে? অন্ততঃ তেলা শোষণ তো বটেই। এইরূপ চলিলে শীঘ্রই কীটপতঙ্গ শ্রেণী তোমার বিরুদ্ধে স্ট্রাইক ঘোষণা করিয়া দিবে উহা বুঝিয়াছ কী!
তবে তোমার শিল্পী প্রতিভাকে বাস্তবিক কুর্ণিশ! এহেন বিরল ভাবনা এবং জীবনের এমন মর্মার্থ কয়জন তেলা থুড়ি তুলি দিয়া আঁকিতে পারে।
বাঁচিয়া আছি কহিতে পার, ভবপারের টিকেট এ যাত্রা কাটিতে হইল না এই ভাবিয়া কষিয়া লাথিও কষিতেছি। মোটের উপর আমি এই মুহূর্তে অন্ত আটকাইতে পারিয়া বেশ জীবন্ত ও প্রাণবন্ত উভয়ই অনুভব করিতেছি।
                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply


Messages In This Thread
RE: মহাবীর্য্য ভাণ্ডার (নবকাহিনী শ্যামলবাবুর আখ্যান প্রকাশিত) - by মহাবীর্য্য দেবশর্ম্মা - 28-09-2023, 10:26 PM



Users browsing this thread: 39 Guest(s)