28-09-2023, 10:13 PM
(26-09-2023, 06:23 PM)Kallol Wrote: বাবানের অঙ্কন শৈলী যে অতুলনীয় তা বোধকরি এই গসিপি সাইটের কারও যানতে বা মানতে বাকি নেই। তবে আপনার কাক রূপী ব্যাঘ্রের দর্শন পেতে বড়ই আকুলতা অনুভব করছি। সম্ভব হলে তার সঙ্গে ও একটুখানি পরিচয় করিয়ে দেবেন...।।
হালের টাইগার সেনসাস ঢাকি পিটাইতেছে ব্যাঘ্রের সংখ্যা নাকি ভারতে বিলক্ষণ বাড়িয়াছে কিন্তু তাহা তো মধ্যপ্রদেশের জঙ্গলে। আমি থাকি সুদূর বঙ্গে। হেথায় দক্ষিণ রায়ের তেমন বাড়বাড়ন্ত নজরে আসিতেছে না বরং বাড়ন্ত আছে বলায় সঙ্গত। তাই ইচ্ছা থাকিলেও দেখাইতে পারিতেছি না। তবে শুনিয়াছি, আমাদিগের মিস্ত্রী সাহেব সুন্দরবনে থাকেন, তিনি আসিলে হয়ত ব্যাঘ্রদর্শন হইতেও পারে। অঙ্কনে না হউক গপ্পে তো অবশ্যই।