28-09-2023, 03:12 PM
(This post was last modified: 28-09-2023, 03:14 PM by xxxfuckHD. Edited 1 time in total. Edited 1 time in total.)
একটা গল্প এতোটা ভয়ংকর সুন্দর কিভাবে হতে পারে? গল্পগুলোর চরিত্র গুলো যেন বাস্তবের চেয়েও বেশি আসল। অভি আর পরীর জীবনের এতো ঝড় শেষে মধুর মিলনে যে সমাপ্তি সেটা বাংলায় পড়ার ইচ্ছাটা অসম্পূর্ণ থেকে গেলেও এটার ইংরেজিতে সম্পূর্ণ ভার্সন Dawn at midnight পড়ে নিজেকে অন্তত কিছু শান্তনা দিতে পেরেছি। ভালোবাসার রাজপ্রাসাদ আর মধ্যরাতের সূর্যোদয় গল্প দুটি শুধু ইরোটিক সাহিত্যে না তথাপি বাংলা সাহিত্যের দুটি অমূল্য সৃষ্টি। আমি ভাবতে পারিনি কখনো একটা উপন্যাস আমার শক্ত হৃদয়কে এতোটা নাড়া দেবে। বলতে লজ্জা নেই গল্প দুটো পড়ে আমি কয়েকদিন স্বাভাবিক হতে পারি নি।পরী আর অভি এর ভালোবাসার মতো এতো সুদৃঢ় বন্ধন ই বোধহয় আমরা সবাই খুজে ফিরি। এতো সুন্দর প্রেমের বর্ণনা খুব কম লেখক ই ফুটিয়ে তুলতে পারেন। মনে একটা খটকা লাগে একটা ঘটনা এতোটা পারফেক্ট ভাবে ফুটিয়ে তোলা কি সম্ভব? এটা কি কোনো আসল চরিত্রের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী? প্রশ্নটার উত্তর অজানা ই থেকে যাবে। লেখককে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। এই গল্পটা আমার মতো অনেকের জীবনে দাগ কেটে যাবে আর আরো অনেকে এটা পড়ে অশ্রু বিসর্জন দেবেন এই কামনা করি। মনটা যে বড় লোভী Dawn at midnight এর পুরোটা বাংলা অনুবাদ যদি পড়তে পারতাম!!!