28-09-2023, 11:56 AM
(27-09-2023, 10:06 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: গল্পের পূর্ব্বসূত্রগুলি যদিও এখনও পড়া হয় নাই তবুও এই পর্ব্বঃ পড়িয়া ফেলিলাম। কতকগুলি প্রশ্ন মনে আসিল, তোমার টাইপিংয়ের প্রেষণ গতি কত? এত দ্রুত এত সুবিশাল পর্ব্বঃ লিখিয়া তাহা প্রুফ করিয়া কীরূপে প্রকাশ কর? সর্ব্বোপরি কীরূপেই বা এত চটজলদি বাগাইয়া গুছাইয়া ভাবনাগুলিকে লিপিবদ্ধ কর? ধরিয়া লহিতেছি, তোমার আমার ন্যয় ব্যারাম নাই অর্থাৎ, প্রথমে গপ্পের প্লট ভাবিয়া তাহার খাঁচা খাতায় আঁকিয়া লহিতে হইবে, তাহার পর কাগজ কলম লহিয়া সেই পয়েন্টগুলিকে গল্পের আকারে লিখিয়া অবশেষে সন্তুষ্ট হইলে সেই কাগজ দেখিয়া কম্প্যুটারের ওয়ার্ড ফাইলে গিয়া কী-বোর্ডে টাইপ করিয়া অবশেষে ফের প্রুফ দেখিয়া নিশ্চিন্ত হইলে গসিপিতে আসিয়া সাবমিট করিতে হইবে। সম্ভবতঃ তুমি সরাসরি টাইপ কর, কাগজে-কলমে না লিখিয়া! উহা যদিও আমার পক্ষে জটিল, কারণ হাতে কলমে না থাকিলে গোল্ডফ্লেক ঠোঁটের আগায় ধরাইলেও মাথা কাজ করে না!
এই সুবিশাল পর্ব্বঃ বেশ খুঁটাইয়া পড়িলাম। কামাগ্নির অনল জ্বালাইয়া দিয়াছ। বিশেষ করিয়া দুই সহোদরার মধ্যকার ফাটল, এক মেরুদণ্ডহীন স্বামী (ক্ষমা যেহেতু সম্পূর্ণ গল্পখানি এখনও পড়া হয় নাই, তাই জানা নাই উনি পরিস্থিতির দাস কী না!) 'র নিশ্চল দর্শক হওয়া এবং অতি অবশ্যই চরিত্রসমূহের বাক্য বিনিময় সকল মিলাইয়া এই পর্ব্বকে অনন্য যৌন পর্ব্বঃ বলিলে অত্যুক্তি করা হইবে না।
প্রণাম
এইসব আদিবাসাত্মক গল্পের ক্ষেত্রে ইচ্ছে থাকলেও কাগজ-কলম ব্যবহার করা আমার পক্ষে অসম্ভব। আমাদের বাড়িতে দু'জন বাচ্চা সর্বদা থাকে। প্রথমজন আমার ছেলে আর দ্বিতীয় জন আমাদের বাড়িতে যে মেয়েটি রান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজে সাহায্য করে থাকে, তার ছেলে। এই দু'জনের প্রধান কাজ হচ্ছে আমার অবর্তমানে আমার জিনিসপত্র ঘাঁটা এবং আমার গোছানো জিনিস ওলট-পালট করে দেওয়া। তাই ওদের হাতে সেইসব কাগজ পড়লে কি হবে একবার ভেবে দেখেছো? বাড়ি থেকে বের করে দেওয়া হবে আমাকে। তাই কাগজ-কলমের ঝামেলায় না গিয়ে সরাসরি টাইপ করি আমি। তবে আমার টাইপিংয়ের প্রেষন গতি কত .. সেটা মেপে দেখা হয়নি। মাধ্যমিক পাশের পর বাবা আমাকে টাইপিং কলেজে ভর্তি করে দিয়েছিলো, তখন ভালই স্পিড ছিলো হাতের। সেটাই বোধহয় ক্যারি ফরওয়ার্ড হচ্ছে এখন
আর গল্পের প্রসঙ্গে বলতে পারি .. চিরন্তন একেবারেই মেরুদণ্ডহীন নয়, সেটা তার প্রত্যেকটি ভাবনা এবং কর্মকাণ্ডেই প্রকাশ পেয়েছে এতদিন। তবে ভবিষ্যতে কি হবে বলতে পারি না। আসলে এ যাবৎকাল অসতিপতি থিমে যত গল্প লেখা হয়েছে, তার প্রত্যেকটি প্রায় একইরকম। স্ত্রীর সর্বনাশ স্বামী সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর সেটা দেখে উত্তেজিত হবে। তার সঙ্গে ধারা বিবরণী দেবে আমাদেরকে। কিন্তু এই দৃশ্যগুলি দেখতে দেখতে উত্তেজিত হওয়া ছাড়াও স্বামীর বিবেক দংশন এবং প্রতিবাদ করার প্রচেষ্টা আজ পর্যন্ত কোনোদিন কোনো লেখক দেখাতে পারেনি। আরে বাবা, শেষে তো সারেন্ডার করতেই হবে, কিন্তু তার আগে এ্যাট এনি কস্ট, নিজের স্ত্রীকে বাঁচানোর প্রচেষ্টা। এইটুকুই জাস্ট দেখাতে চেয়েছি আমি।
সবশেষে বলি, মন্তব্যের জন্য ধন্যবাদ
(28-09-2023, 10:06 AM)Chandan Wrote: OUTSTANDING!! lajawab story telling waiting for the final encounter
Thank you very much & stay tuned