27-09-2023, 10:06 PM
গল্পের পূর্ব্বসূত্রগুলি যদিও এখনও পড়া হয় নাই তবুও এই পর্ব্বঃ পড়িয়া ফেলিলাম। কতকগুলি প্রশ্ন মনে আসিল, তোমার টাইপিংয়ের প্রেষণ গতি কত? এত দ্রুত এত সুবিশাল পর্ব্বঃ লিখিয়া তাহা প্রুফ করিয়া কীরূপে প্রকাশ কর? সর্ব্বোপরি কীরূপেই বা এত চটজলদি বাগাইয়া গুছাইয়া ভাবনাগুলিকে লিপিবদ্ধ কর? ধরিয়া লহিতেছি, তোমার আমার ন্যয় ব্যারাম নাই অর্থাৎ, প্রথমে গপ্পের প্লট ভাবিয়া তাহার খাঁচা খাতায় আঁকিয়া লহিতে হইবে, তাহার পর কাগজ কলম লহিয়া সেই পয়েন্টগুলিকে গল্পের আকারে লিখিয়া অবশেষে সন্তুষ্ট হইলে সেই কাগজ দেখিয়া কম্প্যুটারের ওয়ার্ড ফাইলে গিয়া কী-বোর্ডে টাইপ করিয়া অবশেষে ফের প্রুফ দেখিয়া নিশ্চিন্ত হইলে গসিপিতে আসিয়া সাবমিট করিতে হইবে। সম্ভবতঃ তুমি সরাসরি টাইপ কর, কাগজে-কলমে না লিখিয়া! উহা যদিও আমার পক্ষে জটিল, কারণ হাতে কলমে না থাকিলে গোল্ডফ্লেক ঠোঁটের আগায় ধরাইলেও মাথা কাজ করে না!
এই সুবিশাল পর্ব্বঃ বেশ খুঁটাইয়া পড়িলাম। কামাগ্নির অনল জ্বালাইয়া দিয়াছ। বিশেষ করিয়া দুই সহোদরার মধ্যকার ফাটল, এক মেরুদণ্ডহীন স্বামী (ক্ষমা যেহেতু সম্পূর্ণ গল্পখানি এখনও পড়া হয় নাই, তাই জানা নাই উনি পরিস্থিতির দাস কী না!) 'র নিশ্চল দর্শক হওয়া এবং অতি অবশ্যই চরিত্রসমূহের বাক্য বিনিময় সকল মিলাইয়া এই পর্ব্বকে অনন্য যৌন পর্ব্বঃ বলিলে অত্যুক্তি করা হইবে না।
প্রণাম
এই সুবিশাল পর্ব্বঃ বেশ খুঁটাইয়া পড়িলাম। কামাগ্নির অনল জ্বালাইয়া দিয়াছ। বিশেষ করিয়া দুই সহোদরার মধ্যকার ফাটল, এক মেরুদণ্ডহীন স্বামী (ক্ষমা যেহেতু সম্পূর্ণ গল্পখানি এখনও পড়া হয় নাই, তাই জানা নাই উনি পরিস্থিতির দাস কী না!) 'র নিশ্চল দর্শক হওয়া এবং অতি অবশ্যই চরিত্রসমূহের বাক্য বিনিময় সকল মিলাইয়া এই পর্ব্বকে অনন্য যৌন পর্ব্বঃ বলিলে অত্যুক্তি করা হইবে না।
প্রণাম