27-09-2023, 03:12 PM
(27-09-2023, 02:05 PM)Sanjay Sen Wrote: সকল ভৃগু বারবার আসল ভৃগু একবার এরকম একটা বিজ্ঞাপন বের হতো আগে খবরের কাগজে। সেই কথাটাই অনুকরণ করে বললাম প্রমোদ, রবার্ট বারবার রজত বণিক একবার। শালা জম্পেশ একটা নেগেটিভ ক্যারেক্টার তৈরি করেছো মাইরি। লোকটার way of talking তো ফাটাফাটি বটেই, তার সঙ্গে comic sense টাও দুর্দান্ত। প্রতি কথায় নিজের শ্বশুরবাড়ির বিভিন্ন লোকজনকে বিভিন্ন বিশেষণে ভূষিত করার ব্যাপারটা সব থেকে বেশি আকর্ষণ করে। আর এই পর্বে নন্দনার innocence এর সঙ্গে তার sex appeal যেভাবে তুমি তুলে ধরেছো সেটা প্রশংসার দাবি রাখে। সব মিলিয়ে ফাটাফাটি পর্ব।
দুর্দান্ত বিশ্লেষণ করেছো দাদা। তবে শুধু রজত বণিকের নয়, তোমার sense of humour টাও ফাটাফাটি। এইভাবেই শেষপর্যন্ত পাশে থেকো।
(27-09-2023, 02:11 PM)Sanjay Sen Wrote: তা বাবান তোমাকে কত টাকা করে দেয় নিজের গল্পগুলোর প্রচার করানোর জন্য? মজা করলাম, please don't mind বাবানের লেখা এই গল্পগুলো সত্যিই অসাধারণ। নিজেদের মধ্যে দ্বন্দ্ব-বিবাদ ভুলে একজন লেখক আরেকজন লেখকের ভালো ভালো গল্পগুলো তুলে ধরলে, তবেই তো বাংলা ফোরামের উন্নতি হবে। তবেই তো আমরা টক্কর দিতে পারবো হিন্দি আর ইংরেজি ফোরামের সঙ্গে।
আমার সঙ্গে বাবানের কোনোকালেই কোনো দ্বন্দ্ব-ফন্দ্ব নেই। বরং আমরা চিরকাল (মানে, যবে থেকে আমি লেখা শুরু করেছি আর কি ..) একে অপরকে admire করে এসেছি .. in fact আমার দিক থেকে এখানকার কোনো লেখকের সঙ্গেই কোনো দ্বন্দ্ব নেই। হ্যাঁ, এবার কেউ যদি মনে মনে আমার সাফল্যকে ঈর্ষা করে, অথবা তাদের personal ego থেকে আমার পেছনে ছুরি মারার চেষ্টা করে (বহুবার চেষ্টা করেওছে) সেটা তাদের প্রবলেম, আমার নয়।
xossip বলে যে কোনো ওয়েবসাইট আছে সেটাই আমি জানতাম না, in fact সেক্স স্টোরি নিয়ে যে কোনো ওয়েবসাইট বা ফোরাম হতে পারে, সেই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিলো না। ২০১৯ এ আমার প্রথম চোখে পড়ে xossipy, তারপর এই ফোরামে ঢুকে দেখি বিভিন্ন সেগমেন্টের উপর বিভিন্ন ভাষায় হাজার হাজার গল্প লেখা হচ্ছে। বিষয়টা দেখে অবাক হয়ে যাই আমি। বাংলা বিভাগের গল্পগুলো পড়তে এসে rupokpolo_1 আর Baban এর গল্পগুলো আমাকে সবথেকে বেশি আকর্ষণ করলো। প্রথমে তো এদের দু'জনের গল্পের পাঠক ছিলাম আমি। শুধু এদের কেনো? আরো অনেক লেখকের গল্পের পাঠক ছিলাম, প্রচুর মন্তব্য করতাম সবার গল্পে। লেখালেখি করার অভ্যাস আমার বহুদিনের। কিন্তু এই ধরনের গল্প লেখার সাহস পাচ্ছিলাম না। তারপর একদিন ভাবলাম স্পর্ধা দেখিয়ে লিখেই ফেলি। লোকজনের ভালো লাগলে পড়বে, না ভালো লাগলে ছুঁড়ে ফেলে দেবে। এক সাধারণ পাঠক থেকে লেখক হয়ে গেলাম আমি। তাই দ্বন্দ্ব বা ঝগড়ার প্রশ্নই ওঠে না কারোর সঙ্গে। একজন লেখক হিসেবে এই ফোরাম থেকে বিদায় নিতে পারলেই আমি সবথেকে বেশি খুশি হবো।
এবার রইলো অন্যের গল্পের প্রশংসা করার বিষয়। যে ধারার গল্প আমি পছন্দ করি (যে ধারার গল্প আমি পছন্দ করি না, সেই বিষয় কথা বলার তো কোনো মানে হয় না) সেই ধারায় গল্প নিয়ে যদি কোনো উদীয়মান লেখক হাজির হয় এবং তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা দেখতে পাই, তাদের আমি সবসময় উৎসাহ দিয়ে গেছি। তাদের থ্রেডে গিয়ে ভালো ভালো মন্তব্য করে এসেছি। তারা যদিও আমার থ্রেডে এসে প্রশংসা করা তো দুরস্থান, কিছু লেখারও প্রয়োজন বোধ করেনি কোনোদিন। যাক সে কথা, আমার অত ইগো নেই, তাই আমি নিঃস্বার্থভাবেই সম্ভাবনাময় লেখকদের প্রশংসা করে থাকি। কিন্তু একসময় দেখলাম গুটিকয়েক লেখক ছাড়া এখানে সবাই নিজের মনের চুলকুনির জন্য লেখে। দু-একটা পর্ব লেখার পর যখন খেই খুঁজে পায় না, তখন পালিয়ে যায়। সেই জন্যই বাংলা বিভাগের শতকরা ৭৫% থ্রেড অসমাপ্ত রয়ে গিয়েছে। আমি মনে করি, এখানে যখন আমি লিখতে এসেছি তখন আমার পার্সোনাল লাইফের বা কর্মক্ষেত্রের দোহাই দিয়ে মাঝপথে লেখা বন্ধ করে চলে যাওয়াটা একটা অপরাধ। পাঠকদের প্রতি দায়বদ্ধতাটাই আসল। তাই শুধু Baban এর গল্প নয়, ভালো কোনো লেখা দেখলেই নতুন পাঠকদের recommend করি সেইসব গল্প পড়ার জন্য। এটা publicly করলাম তাই তোমরা দেখতে পেলে।
(27-09-2023, 02:53 PM)Baban Wrote: বাংলা ফোরাম যে কি সেটা আমি তুমি ভালোই জানি।
তবে অনেক অনেক ধন্যবাদ আমার গল্প গুলোর নাম নেবার জন্য
কজন এমন বলতে পারে আমার জানা নেই। আমি হয়তো এখানে তোমার থেকে অনেকটা আগে লেখা শুরু করেছি আর কিছু নতুনত্ব আনার চেষ্টাও করেছি এখানে কিন্তু তুমি নিজ গুনে আজ এই অসাধারণ পসিজনে পৌঁছেছো এটা কিকরে এড়িয়ে যেতে পারি? তোমার হাতের গুন যে কি তা আমরা প্রতিনিয়ত টের পাচ্ছি। তাই ওসব স্কিল টিল নিয়ে কথা বোলোনাতো। আমি আমার মতো সাধারণ ভাবে লিখি আর তুমি তোমার মতন করে প্রতিটা চরিত্র ফুটিয়ে তোলো। যেটা সোজা মস্তিষ্কে গিয়ে ধাক্কা মারে। সৃষ্টি ছেড়েই দিলুম, এই দুষ্টু গল্পের দুষ্টু লোকগুলো এমন এমন সব কাজকর্ম করে যে সোজা বাথরুমের রাস্তা দেখতে হয় মোদের
তুমি হিন্দি ফোরামের পাঠক কিনা জানা নেই কিন্তু আমি সেখানকার লেখক। তাই বেশি কিছু না বলে এইটুকুই বলবো বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর। বাংলায় যেভাবে লেখা পাঠ করে থাকে পাঠক ও লেখক লেখে সেটা আর হিন্দির লেখকের লেখন শৈলী, পাঠক চাহিদা ও আকর্ষণ ভিন্ন। তাই আমার বাংলা গল্পের হিন্দি অনুবাদ করার সময় বহু পরিবর্তন করে একেবারে নতুন গল্প লিখতে হয়েছে যেখানে স্বাদেরও অনেক পরিবর্তন এসেছে। আর অরিজিনাল হিন্দি গল্পগুলো তো বাংলার থেকে ভিন্ন স্টাইলে ও স্বাদেরই লিখেছি। ওখানে বিষের ধীর গতিতে প্রভাব বিস্তার ব্যাপারটা অনেকেই পছন্দ করেনি।
তা বলে যে ওখানের অন্যান্য লেখকের দুর্দান্ত সব লেখাকে অগ্ৰাহ করা
যায়না মোটেই। ওখানে কিঙ্কি দুষ্টু ব্যাপারটা কয়েকজন দারুন ভাবে ফুটিয়ে তোলে। আর অবশ্যই ওখানকার আমার পাঠক যারা আমাকে সাদরে গ্রহণ করেছেন। তাদের কি ভোলা যায়।❤
না গো, আমি একেবারেই হিন্দি ফোরামের পাঠক নই। তবে অনেকের মুখে শুনেছি হিন্দি ফোরামের লেখার গুণগত মান বাংলা ফোরামের থেকে নাকি ভালো। এটা ঠিক না ভুল, বলতে পারব না