27-09-2023, 02:53 PM
(27-09-2023, 10:56 AM)Bumba_1 Wrote: তবে এই আপাত কমজোরি বাংলা ফোরামে আরও একজন লেখক আছেন, যাঁর রাইটিং স্কিল আমার থেকে হাজারগুন ভালো এবং ইনোভেটিভ আইডিয়াসও দুর্দান্ত। সেই লেখকের নাম হলো Baban .. ওঁর পার্ভার্ট, অভিশপ্ত সেই বাড়িটা আর নিশির ডাক .. এই গল্প তিনটে পড়ে দেখার জন্য অনুরোধ করবো।
পুনশ্চঃ Yesterday was Ishwarchandra Vidyasagar's birthday. That is why, the picture was posted and those two lines were written.
বাংলা ফোরাম যে কি সেটা আমি তুমি ভালোই জানি।
তবে অনেক অনেক ধন্যবাদ আমার গল্প গুলোর নাম নেবার জন্য
কজন এমন বলতে পারে আমার জানা নেই। আমি হয়তো এখানে তোমার থেকে অনেকটা আগে লেখা শুরু করেছি আর কিছু নতুনত্ব আনার চেষ্টাও করেছি এখানে কিন্তু তুমি নিজ গুনে আজ এই অসাধারণ পসিজনে পৌঁছেছো এটা কিকরে এড়িয়ে যেতে পারি? তোমার হাতের গুন যে কি তা আমরা প্রতিনিয়ত টের পাচ্ছি। তাই ওসব স্কিল টিল নিয়ে কথা বোলোনাতো। আমি আমার মতো সাধারণ ভাবে লিখি আর তুমি তোমার মতন করে প্রতিটা চরিত্র ফুটিয়ে তোলো। যেটা সোজা মস্তিষ্কে গিয়ে ধাক্কা মারে। সৃষ্টি ছেড়েই দিলুম, এই দুষ্টু গল্পের দুষ্টু লোকগুলো এমন এমন সব কাজকর্ম করে যে সোজা বাথরুমের রাস্তা দেখতে হয় মোদের
তুমি হিন্দি ফোরামের পাঠক কিনা জানা নেই কিন্তু আমি সেখানকার লেখক। তাই বেশি কিছু না বলে এইটুকুই বলবো বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর। বাংলায় যেভাবে লেখা পাঠ করে থাকে পাঠক ও লেখক লেখে সেটা আর হিন্দির লেখকের লেখন শৈলী, পাঠক চাহিদা ও আকর্ষণ ভিন্ন। তাই আমার বাংলা গল্পের হিন্দি অনুবাদ করার সময় বহু পরিবর্তন করে একেবারে নতুন গল্প লিখতে হয়েছে যেখানে স্বাদেরও অনেক পরিবর্তন এসেছে। আর অরিজিনাল হিন্দি গল্পগুলো তো বাংলার থেকে ভিন্ন স্টাইলে ও স্বাদেরই লিখেছি। ওখানে বিষের ধীর গতিতে প্রভাব বিস্তার ব্যাপারটা অনেকেই পছন্দ করেনি।
তা বলে যে ওখানের অন্যান্য লেখকের দুর্দান্ত সব লেখাকে অগ্ৰাহ করা
যায়না মোটেই। ওখানে কিঙ্কি দুষ্টু ব্যাপারটা কয়েকজন দারুন ভাবে ফুটিয়ে তোলে। আর অবশ্যই ওখানকার আমার পাঠক যারা আমাকে সাদরে গ্রহণ করেছেন। তাদের কি ভোলা যায়।❤
(27-09-2023, 02:11 PM)Sanjay Sen Wrote: তা বাবান তোমাকে কত টাকা করে দেয় নিজের গল্পগুলোর প্রচার করানোর জন্য?