27-09-2023, 02:11 PM
(27-09-2023, 10:56 AM)Bumba_1 Wrote: প্রথমেই বলি আমার গল্পে মন্তব্য করার জন্য আমি যারপরনাই আপ্লুত এবং আনন্দিত।
যে দুজন ব্যক্তির নাম বললেন, তাদের আমি চিনিনা। তবে নিশ্চয়ই তারা বিখ্যাত লেখক হবেন এই ফোরামের। হ্যাঁ এটা মেনে নিচ্ছি যে ইংরেজি এবং হিন্দি ফোরামের গল্পগুলি বাংলা ফোরামের থেকে অনেক বেশি উন্নতমানের। তবে এই আপাত কমজোরি বাংলা ফোরামে আরও একজন লেখক আছেন, যাঁর রাইটিং স্কিল আমার থেকে হাজারগুন ভালো এবং ইনোভেটিভ আইডিয়াসও দুর্দান্ত। সেই লেখকের নাম হলো Baban .. ওঁর পার্ভার্ট, অভিশপ্ত সেই বাড়িটা আর নিশির ডাক .. এই গল্প তিনটে পড়ে দেখার জন্য অনুরোধ করবো।
পুনশ্চঃ Yesterday was Ishwarchandra Vidyasagar's birthday. That is why, the picture was posted and those two lines were written.
তা বাবান তোমাকে কত টাকা করে দেয় নিজের গল্পগুলোর প্রচার করানোর জন্য? মজা করলাম, please don't mind বাবানের লেখা এই গল্পগুলো সত্যিই অসাধারণ। নিজেদের মধ্যে দ্বন্দ্ব-বিবাদ ভুলে একজন লেখক আরেকজন লেখকের ভালো ভালো গল্পগুলো তুলে ধরলে, তবেই তো বাংলা ফোরামের উন্নতি হবে। তবেই তো আমরা টক্কর দিতে পারবো হিন্দি আর ইংরেজি ফোরামের সঙ্গে।