27-09-2023, 12:51 PM
একেই বলে গাঁজাখোরি গল্প !
বাস্তবতার ধারে কাছেও ঘেঁষতে পারেনি গল্পের প্লট।
এটা একটা ফ্যান্টাসী গল্প। এরকম ফ্যান্টাসী গল্পগুলো বেশ জনপ্রিয় হয়। আর সেই কারনেই লেখক গল্পের থিমটা বেছে নিয়েছিলেন। কিন্তু লিখতে গিয়ে একেবারে ল্যাজে গোবড়ে করে ফেলেছেন। যেভাবে বন্ধুর মা'কে কনভিন্স করার কথা ছিলো কিংবা বলা ভালো যেভাবে কনভিন্সড করলে লেখাটা আরো সুন্দরভাবে ফুটে উঠতে পারতো সেই মুন্সীয়ানার ছিঁটেফোটাও ছিলো না এই লেখায়। বরং ধর তক্তা মার পেরেক টাইপের অগোছালো একটা লেখা দিয়ে সেটা ফ্যান্টাসী গল্প হিসবে চালিয়ে দেয়ার প্রয়াস ছিলো এই কাহিনীতে। বাঙ্গালী সমাজে এই ধরনের কোনো কিছু এতো সহজে কখনো ঘটে না। যার কারনেই গল্পটা নিছক একটা লেখা ছাড়া গল্প হিসাবে প্রতিষ্ঠা পাবার দাবী করতে পারে না।
যাই হউক, লেখকের একটা প্রয়াস লেখার মাধ্যমে প্রকাশ পেয়েছে আর সেটি তিনি আমাদের সাথে শেয়ার করেছেন সে জন্য লেখককে ধন্যবাদ জ্ঞাপন করছি...
বাস্তবতার ধারে কাছেও ঘেঁষতে পারেনি গল্পের প্লট।
এটা একটা ফ্যান্টাসী গল্প। এরকম ফ্যান্টাসী গল্পগুলো বেশ জনপ্রিয় হয়। আর সেই কারনেই লেখক গল্পের থিমটা বেছে নিয়েছিলেন। কিন্তু লিখতে গিয়ে একেবারে ল্যাজে গোবড়ে করে ফেলেছেন। যেভাবে বন্ধুর মা'কে কনভিন্স করার কথা ছিলো কিংবা বলা ভালো যেভাবে কনভিন্সড করলে লেখাটা আরো সুন্দরভাবে ফুটে উঠতে পারতো সেই মুন্সীয়ানার ছিঁটেফোটাও ছিলো না এই লেখায়। বরং ধর তক্তা মার পেরেক টাইপের অগোছালো একটা লেখা দিয়ে সেটা ফ্যান্টাসী গল্প হিসবে চালিয়ে দেয়ার প্রয়াস ছিলো এই কাহিনীতে। বাঙ্গালী সমাজে এই ধরনের কোনো কিছু এতো সহজে কখনো ঘটে না। যার কারনেই গল্পটা নিছক একটা লেখা ছাড়া গল্প হিসাবে প্রতিষ্ঠা পাবার দাবী করতে পারে না।
যাই হউক, লেখকের একটা প্রয়াস লেখার মাধ্যমে প্রকাশ পেয়েছে আর সেটি তিনি আমাদের সাথে শেয়ার করেছেন সে জন্য লেখককে ধন্যবাদ জ্ঞাপন করছি...