27-09-2023, 10:53 AM
(27-09-2023, 08:59 AM)Somnaath Wrote: এই পর্বে যতই অভিনবত্ব থাকুক না কেন, যতই বিকিনি পরা দুই নারীর মল্লযুদ্ধ দেখানো হোক না কেন, যতই প্রমোদের ওই ভয়ঙ্কর গল্প শোনানো থাকুক না কেন, আমার কাছে আজকের পর্বের হিরো হল শান্তিরঞ্জন। প্রথমে সমুদ্র সৈকতের দিকে নিয়ে গিয়ে চিরন্তনকে ওর বলা কথাগুলো আমার দারুণ লেগেছে। আর শেষের দিকে বিবেক রূপে অবতীর্ণ হয়ে শয়তানগুলোর করা পুরো প্ল্যান, আর ভবিষ্যতে কি হতে চলেছে তার একটা আভাস দিয়ে চিরন্তনের কানে কানে যে কথাগুলো শান্তিবাবু বলল, তাতে আজকের পর্বের পুরো বিশ্লেষণটাই হয়ে গেল। এছাড়া খলনায়কদের মধ্যে রবার্ট আর প্রমোদ যতই 'দুর্ধর্ষ দুশমন' হোক না কেন, মন জিতে নিয়েছে রজত। ওর ওই ছোট ছোট ওয়ান লাইনারগুলো অসাধারণ। যার মধ্যে শান্তির ছেলে শান্তিরঞ্জন এই ডায়লগটা অন্যতম। yr):
সম্পূর্ণ অন্য আঙ্গিকে গিয়ে তোমার যে শান্তিরঞ্জনের চরিত্রটা ভালো লেগেছে, এটা জেনে আমি সত্যিই খুব খুশি হয়েছি
আসলে একজন লেখক যখন কোনো কাহিনী লিখতে বসে, তখন ওই কাহিনীর প্রত্যেকটি চরিত্রকে নিজের জায়গায় দাঁড় করিয়ে নিয়ে, তারপর লেখে (সবাই এটা করে কিনা জানিনা, তবে এটাই করা উচিৎ)। তাই প্রত্যেকটি চরিত্রই লেখকের কাছে অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয়। সে পুরুষ হোক বা নারী, ভালো মানুষ হোক বা খারাপ মানুষ হোক। তাই অন্তত একজনের বন্দনার হতভাগ্য স্বামীর চরিত্রটা ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম। আর রজতের চরিত্রটা তো তেমনভাবেই তুলে ধরা হয়েছে, যাতে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ওই খল-চরিত্রটি।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)