27-09-2023, 08:59 AM
এই পর্বে যতই অভিনবত্ব থাকুক না কেন, যতই বিকিনি পরা দুই নারীর মল্লযুদ্ধ দেখানো হোক না কেন, যতই প্রমোদের ওই ভয়ঙ্কর গল্প শোনানো থাকুক না কেন, আমার কাছে আজকের পর্বের হিরো হল শান্তিরঞ্জন। প্রথমে সমুদ্র সৈকতের দিকে নিয়ে গিয়ে চিরন্তনকে ওর বলা কথাগুলো আমার দারুণ লেগেছে। আর শেষের দিকে বিবেক রূপে অবতীর্ণ হয়ে শয়তানগুলোর করা পুরো প্ল্যান, আর ভবিষ্যতে কি হতে চলেছে তার একটা আভাস দিয়ে চিরন্তনের কানে কানে যে কথাগুলো শান্তিবাবু বলল, তাতে আজকের পর্বের পুরো বিশ্লেষণটাই হয়ে গেল। এছাড়া খলনায়কদের মধ্যে রবার্ট আর প্রমোদ যতই 'দুর্ধর্ষ দুশমন' হোক না কেন, মন জিতে নিয়েছে রজত। ওর ওই ছোট ছোট ওয়ান লাইনারগুলো অসাধারণ। যার মধ্যে শান্তির ছেলে শান্তিরঞ্জন এই ডায়লগটা অন্যতম। yr):


![[Image: Images-2-2-1.jpg]](https://i.ibb.co/89NWqpy/Images-2-2-1.jpg)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)