26-09-2023, 10:52 PM
(This post was last modified: 26-09-2023, 11:22 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(26-09-2023, 10:38 PM)Bumba_1 Wrote: প্রথমেই জানাই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
শুধু চটি উপন্যাস বলে নয়, যেকোনো উপন্যাসেই ক্ষলনায়কের চরিত্র যদি জোরদার না হয়, তাহলে সেই গল্প ঠিক জমে না। তাই আমার লেখা উপন্যাসগুলোতে কোনো না কোনো খলনায়কের চরিত্র বরাবর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে আসে। হ্যাঁ, আজকের পর্বে বন্দনা যা কীর্তিকলাপ ঘটালো, তাতে ওকে শয়তান আখ্যা দিলে ভুল কিছু বলা হবে না। তবে একটু তলিয়ে দেখলে দেখা যাবে বন্দনাও পরিস্থিতির শিকার।
সবশেষে এইটুকুই বলবো, চমকের এখনো অনেক বাকি রয়েছে।
তলিয়ে দেখার প্রয়োজন নেই, অবশ্যই বন্দনা পরিস্থিতির শিকার। কিন্তু আমি বলছি শিকার হবার পরবর্তী রূপটা নিয়ে। সে যে সেটাকে অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছে তা নয়, একেবারে ওতপ্রোত ভাবে সেই শিকারীদের সাথে জড়িয়ে গেছে স্বইচ্ছায়। একজন সাধারণ গৃহবধূ যার জীবনটা ছিল সংসার ধর্মপালন, সেখান থেকে সে আজ কি হয়েছে সেটাই আসল। এই পরিস্থিতি তাকে স্বাধীনচেতাই করেনি, তাকে যৌনতার উপাসক বানিয়ে ছেড়েছে। আর এটাই এই গল্পের ইউ এস পি। ছেলের চোখে মায়ের পরিবর্তন, স্বামীর চোখে স্ত্রীয়ের এই নবরূপ ও তার লুকানো কিছু পৈশাচিক গুপ্ত রহস্য এগুলোই তো তাকে নন্দনার থেকে আলাদা জোরে। তার এই ১৮০ ডিগ্রি পরিবর্তনটাই যেমন একটা কষ্ট দেয়, তেমনি তার প্রতি আকর্ষণ বাড়ায়।
অপেক্ষায় রইলাম আরও আরও চমকের। তবে ময়দানে অন্যান্য খেলোয়াড়দের ব্যাট হাতে নামার পর বন্দনাও যেন তাদের চিয়ার করে সেটাই চাইবো। নীল নির্জনে কত কি ঘটে..... কে জানে? লেখক ছাড়া। জানলা দিয়ে লুকিয়ে সব তো সেই দেখছে।
নীল নির্জনে খেলা হবে লুকোচুরি ধাপ্পা
পাশের ঘরে ঘুমিয়ে আছে ছোট্ট সাগর বাপ্পা
বর গুলোও ডান্ডা ফুলিয়ে বৌয়ের ওপর খাপ্পা
আর তার পরের অংশটুকু লিখবে এবার বুম্বা