26-09-2023, 06:23 PM
(25-09-2023, 11:54 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: একদম! ইনিই সেই সাক্ষাৎ বীর্য্যপুরুষ। ইনারই পরোপকারের দৌলতে বহুবিধ বৌঠানেরা স্বামীসুখ হইতে বঞ্চিত হইয়াও মাতৃসুখ পাহিবার সৌভাগ্য অর্জ্জন করিয়াছে। বাবানের অঙ্কনশৈলী যত দেখি তত অবাক হই। স্রেফ দুলাইন পড়িয়া চমৎকার ছবি আঁকিয়া দেয়। তবে আমার ন্যয় প্রতিভা নাই উহার। বাবান মানুষ আঁকিলে মানুষই ভাবে লোকে এই যেমন শ্যামলবাবুকে আঁকিয়াছে আপনি শ্যামলবাবুকেই দেখিলেন কিন্তু আমার মত প্রবাদপ্রতিম চিত্রশিল্পীর বিষয়টা ভিন্ন। আমি কতবড় চিত্রকর একটী উদাহরণ দিতেছি, বুঝিয়া যাইবেন,
'আমি একবার বাঘ আঁকিয়াছিলুম, যাহাকে দেখাইয়াছি সেই বলিয়াছে, এমন চমৎকার কাকের ছবি উহারা ইতিপূর্ব্বে কোনদিন দেখে নাই।'
বাবানের অঙ্কন শৈলী যে অতুলনীয় তা বোধকরি এই গসিপি সাইটের কারও যানতে বা মানতে বাকি নেই। তবে আপনার কাক রূপী ব্যাঘ্রের দর্শন পেতে বড়ই আকুলতা অনুভব করছি। সম্ভব হলে তার সঙ্গে ও একটুখানি পরিচয় করিয়ে দেবেন...।।
PROUD TO BE KAAFIR