26-09-2023, 10:03 AM
(This post was last modified: 26-09-2023, 10:05 AM by Sanjay Sen. Edited 2 times in total. Edited 2 times in total.)
(26-09-2023, 09:47 AM)লম্পট Wrote: আপডেট চাইছেন সবাই। কিন্তু পাঠকদের লেখকের প্রতি কি কোনো দায়িত্ব নেই? তিনটে আপডেট ও টিজার দেওয়ার পরও আপনারা সামান্য রেপুটেশন লাইক অবধি দেন না। লেখক জখন গল্প লেখে তখন তাঁর মধ্যেও এই আশা থাকে যে পাঠকেরা তাঁর গল্প পছন্দ করলে লাইক দেবে রেপুটেশন দেবে ভালো মন্তব্য করবে। আপনারা না রেপুটেশন দিচ্ছেন না লাইক আর কমেন্ট বলতে শুধু আপডেট দিন বলে দাবি। সত্যি বলতে আমি আশাহত হয়েই আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। যদি ভালো লাগে লেখা তাহলে সেটা প্রকাশ করুন। মনের মধ্যে চেপে রাখলে বুঝবো কিভাবে!একদম ঠিক কথা বলেছেন দাদা। এখানে লেখকেরা বিনা পারিশ্রমিকের লেখে। লাইক, রেপুটেশন আর ভালো ভালো মন্তব্যই হলো তাদের remuneration, আর সেটা একমাত্র পাঠকরাই দিতে পারে একজন লেখককে। অন্তত আমি সেটাই মনে করি। আপনার গল্প এতদিন চোখে পড়েনি, আজ পড়লো। খুবই অল্প লিখেছেন, কিন্তু যেটুকু লিখেছেন পড়ে খুব ভালো লাগলো। আপনাকে লাইক, রেপু এবং রেটিং সবকিছু দিলাম। তার সঙ্গে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষাও করবো।