26-09-2023, 08:57 AM
~লেখক কথা~
"এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো?"– এর উত্তর লেখকেরও জানা নেই। তার একটা কারণ অবশ্য চব্বিশ বছর বয়সে লেখক খুব অল্প দূরই এই পথে হেঁটেছেন, আর একটা কারণ, যে পথে লেখক পাড়ি দিয়েছেন সেই পথ হয়ত আদৌ কখনও শেষ হবার নয়। তাই এই পথে লেখকের ভ্রমণসঙ্গী হতে চাইলে পাঠক/পাঠিকাদের যেমন লেখককে ক্রমাগত উৎসাহ দিয়ে যেতে হবে তেমনি লেখকও তার পাঠক/পাঠিকাদের অনুভূতির মূল্যায়ন করতে অঙ্গীকারবদ্ধ। এই গল্পের সত্যতা বিচারের দায়ভারও একান্তই পাঠক ও পাঠিকার, গল্প যদি তাদের ভালো লাগে তাহলে এ গল্প সত্যি নচেৎ মিথ্যা। লেখক শুধু নিজের সাফাইয়ে এতটুকুই বলবে, এই গল্পের প্রত্যেকটি চরিত্রের বাস্তব অস্তিত্ব আছে এবং ব্যক্তিগত গোপনীয়তার খাতিরেও কোনরকম নাম বদল, ঘটনা বদল লেখক এই গল্পে প্রশ্রয় দেয়নি (অবশ্যই এটা চরিত্রদের পূর্বানুমতি সাপেক্ষেই), শুধুমাত্র কিছু ক্ষেত্রে জায়গার নাম উহ্য রাখা ছাড়া। অবশ্য কোনো কোনো সময় কিছু বাস্তব ঘটনাকে কল্পনার মোড়কে মুড়ে সাজিয়ে গুছিয়ে "গল্প" বলে চালিয়ে দেওয়া যায় কি? পথের শেষ আসার আগে পাঠক/পাঠিকাদের উত্তরের প্রত্যাশায় রইলো লেখক!
©️ইনফিনিট_এম্