25-09-2023, 11:49 PM
(25-09-2023, 04:24 PM)Kallol Wrote: স্ত্রীর রনাঙ্গিনী রূপের মহিমায়, অবশেষে শ্যামল বাবুর সুবুদ্ধির উদয় হয়েছে দেখে খুশি হলুম। শ্যামল বাবুর স্ত্রীর দিক থেকে পতি সেবা টা বোধকরি কিঞ্চিত বেশিই হয়ে থাকবে?, তাই সুস্থ হয়েই সোজা বানপ্রস্থের ভাবনা ।।।
উত্তম ধরিয়াছেন কল্লোলদেব। নীলিমা দেবীর স্বামীর প্রতি অতিরিক্ত সেবার দরুণই বেচারী শ্যামলবাবুকে শরৎ ঋষির আশ্রমে মালকোঁচা সামলাইতে সামলাইতে দৌড়াইতে হইয়াছে নইলে তিনি তো বৌঠানদের পরিধেয় অবস্থায় থাকা শাড়ী কোমর অবধি তুলিবার কাজে নিমগ্ন ছিলেন। দুঃখের বিষয় এত বড় পরোপকার নীলিমাদেবীর সইল না তিনি প্রহারেন ধনঞ্জয় করিয়া দিলেন আপন স্বামীকে।
তবে হে কল্লোল আপনি আবার বানপ্রস্থে যাইবেন না যেন, আগামী রবিবার বড়বৌদির নিকট যাইব। টিকেট কাটিয়া রাখুন, ধুম্রগড়ের।