25-09-2023, 11:36 PM
(25-09-2023, 08:14 AM)Manofwords6969 Wrote: বড়বৌদির গোয়েন্দাগিরি আর তার মাঝে মাঝে লীলাখেলা দেখবো বলে অপেক্ষা করে করে হাল ছেড়ে দিয়েছিলাম। তবে রাগ অভিযোগ কিছুই নেই, এখানে লেখালেখী করে তো আর কেউ টাকা পয়সা পায় না, সবই শখের ব্যাপার। আবার ব্যাক্তিগত জীবনের সুবিধে অসুবিধের ব্যাপারটাও আছে, আমার নিজের কতো লেখার শখ কিন্তু হয়ে ওঠে না। যাকগে, আপনি ফিরে এসেছেন দেখে ভালো লাগলো, বড়বৌদির শাড়িটা আর শেষ আপডেটে খুললো না। এবার যখন আপডেট দেবেনই একটু খুশি করে দিন আরকি
সত্ত্য কহিতে আপনি যে অপেক্ষা করিতেছিলেন ইহা আমি বিলক্ষণ জানি। কিন্তু, অর্থোপার্জন নিমিত্ত আমি কলম ধরি নাই তাই উহা পাই না বলিয়া মনে খেদ নাই। আমার কায়া বড় অসুস্থ হইয়া গিয়াছিল যাহার কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকিতে হইয়াছিল সুদূর দক্ষিণে। আচম্বিতে হওয়া এই দূরহ স্থিতি আমাকে আপনাদিগকে জানাইবার সময় অবধি দেয় নাই। তাহা নিমিত্ত নতমস্তকে নিঃশর্ত ক্ষমা যাচনা করিতেছি। এখনও যে সম্পূর্ণ সুস্থ হইয়াছি তাহা নহে, তবে পূর্ব্বাপক্ষা ভাল আছি।
ধুম্রগড় প্রসঙ্গে বলি, বড়বৌদির শাড়ি চট করিয়া খুলিয়া দিলে কী আপনার ভাল লাগিবে? যাহা হইবে তাহা তো জানি কিন্তু কেমনে হইবে তাহাই একটা কাহিনীতে রুদ্ধশ্বাস হইবার মশলা যোগায়। তবুও আমি চেষ্টা করিব যতদূর করার। সম্ভবতঃ সবুরে ফলা মেওয়ার মত সুমিষ্ট না হইলেও আগামী পর্ব্ব পাতে দিলে খাইতে পারিবেন ইহার আশা আমার আছে বাকী সব 'কালি কলম মন; লিখে তিনজন" এই প্রবাদের ভরসায়। প্রণাম লহিবেন দাদা। ধুম্রগড় আগামী রবিবার আপনার আগমণের অপেক্ষায় রহিবে।