25-09-2023, 10:19 AM
না। বন্ধ করবো না। তবে লিখতে সময় লাগে। গল্পের খানিকটা মনের মধ্যে ছকে নিয়ে লেখা শুরু করি। এরপর শব্দ চতন করে লেখা। আমি অবসরপ্রাপ্ত, তবুও পারিবারিক সময় দিতেই হয়। খানিকটা লেখার পর আবার পড়ে দেখতে হয়, এবং প্রয়োজনীয় পরিবর্তন করার দরকার পড়ে। সব মিলিয়ে, সময় লাগে। যাই হোক লিখবো।