25-09-2023, 08:14 AM
(24-09-2023, 11:00 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: Manofwords6969 দাদা আপনি আমারে যে ভোলেন নাই তাহা এই একটী লাইকেই বুঝাইয়া দিয়াছেন। তবে স্রেফ লাইকের বদলে কোন মন্তব্য করিলে খুশী হইতাম। আগামী রবিবার সম্ভবতঃ ধুম্রগড় যাইবার পরিকল্পনা আছে। সাথে যাইবেন নাকি? বড়বৌদি আপনারে দেখিলে একটু খুশী হইতেন এই যা।
বড়বৌদির গোয়েন্দাগিরি আর তার মাঝে মাঝে লীলাখেলা দেখবো বলে অপেক্ষা করে করে হাল ছেড়ে দিয়েছিলাম। তবে রাগ অভিযোগ কিছুই নেই, এখানে লেখালেখী করে তো আর কেউ টাকা পয়সা পায় না, সবই শখের ব্যাপার। আবার ব্যাক্তিগত জীবনের সুবিধে অসুবিধের ব্যাপারটাও আছে, আমার নিজের কতো লেখার শখ কিন্তু হয়ে ওঠে না। যাকগে, আপনি ফিরে এসেছেন দেখে ভালো লাগলো, বড়বৌদির শাড়িটা আর শেষ আপডেটে খুললো না। এবার যখন আপডেট দেবেনই একটু খুশি করে দিন আরকি