24-09-2023, 10:57 PM
(24-09-2023, 08:30 PM)Akash23 Wrote: শ্যামলবাবু তো দারুন পরোপকার করেন! পরের বৌয়ের শাড়ি কোমর অব্দি তুলে দেন! এটা কিন্তু জব্বর লেখা। হালকা হাসির পরকীয়ার ভালো গল্প দাদা রবিবারের গল্প হিসাবে মন্দ নয়, যদিও আমি ভেবেছিলাম হয় ধুম্রগড় কিংবা আরেক বৌদিবাজীর আপডেট দেবে, তবে ঠিকই আছে পরের বার দিও।
কতশত শ্যামলবাবু এই বঙ্গে আছে ভায়া। ঠিকই বলিয়াছ রবিবারে কষা মাংস ভাতই মধ্যবিত্তের স্বপ্ন। তাই ধুম্রগড় বা বৌদির চুমু-হামি হইলে মন্দ হইত না তবে, খেই ধরিতে একটু সময় লাগিবে। সম্ভবতঃ আগামী রবিবার এই দুয়ের কোন একটি আসিবে। দীর্ঘদিন মহাবীর্য্য ভাণ্ডারও খালি ছিল তাই উহাতে একটু সংযোজন করিলাম।