24-09-2023, 10:54 PM
(24-09-2023, 04:19 PM)Sanjay Sen Wrote: গল্পটা কমন হলেও আপনার লেখনীর জাদুতে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে এই রচনায়। আর এখানেই তো আপনার মত মহান লেখকের সার্থকতা। এইভাবে লিখতে থাকুন আর আমাদের আনন্দ দিতে থাকুন। সঙ্গে ছিলাম এবং আছি। লাইক আর রেপু আগেই দিয়ে দিয়েছি।একদম সঠিক পর্যবেক্ষণ সঞ্জয়দা। দুলাইনের একটা চুটকি গত সোমবার হোয়াটস্যাপে পাই। তখনই উহাকে লহিয়া এই গল্প ফান্দিয়া বসি। মহান লেখক অবশ্য একটু বাড়াবাড়ি হইয়া গেল তবে ভাল লাগিয়াছে ইহাই পরম পাওনা। দক্ষিণার জন্য ধন্যবাদ।