24-09-2023, 01:06 PM
(24-09-2023, 10:27 AM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: মানিয়া লহিতে পারিলাম না। অন্য পেশার সহিত লেখক পেশার তফাৎ এই যে যতদিন লেখকের কল্পনাশক্তি বিরাজমান ততদিন তাহার অবসর লইবার প্রশ্নই নিরর্থক। সুতরাং নবমুকুলের আবাহন হেতু পুরাতন পৃষ্ঠার গমণ এই ক্ষেত্রে খাটে না।
কথাটা অর্ধ সত্য মিত্রবর। কল্পনা শক্তিই সবটা নহে। সাথে সেই লেখনীর সূচনার অগ্রগতি থেকে উপসংহার পর্যন্ত পৃষ্ঠা ভরানোটাও অন্যতম কর্তব্য। একটা কল্পনাকে একটু একটু বাস্তবের মাটিতে নবরূপে প্রতিষ্ঠা করা সহজ নয় সেটা তুমিও জানো। এই প্রতিষ্ঠান প্রক্রিয়ায় হাজার সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। সেটা যে সম্পূর্ণ বাহ্যিক তা মোটেই নয়। গল্পের চরিত্র ও প্রগতি নিজেই লেখকের সম্মুখে বাঁধা হয়ে দাঁড়ায়। তাকে যতক্ষণ না একটা লোভ দেওয়া হয় ততক্ষন তারা চুপটি করিয়া তোমার দিকে তাকিয়ে থাকে। আশার অপেক্ষায়। আর লেখক সেই মাহেন্দ্রক্ষনে ঠিক করে আর নয়, এ যে বড়ো কঠিন কাজ। মস্তিস্ক খুঁজে পায়না কোনো সঠিক পথ আর হাত হয়ে যায় অবশ।
তাই হে বন্ধু, কল্পনা মাঝে মাঝে স্বয়ং যন্ত্রণার কারণ হইয়া ওঠে। ইহাই সত্য।