24-09-2023, 10:58 AM
(13-08-2023, 09:03 PM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: মনোমুগ্ধকর লিখনির একটি গল্প।
এবং অসাধারণ একটি প্লট।এর বাহিরে গল্প সম্মন্ধে আমি কিছু বলতে পারবোনা।আমার সেই সক্ষমতা নেই।
আমি একদম ছোট থেকেই গোয়েন্দা গল্প পছন্দ করি।
কিন্তু বুম্বা ভাইয়ের কমেন্ট দেখে মনে হচ্ছে।যে গোয়েন্দা গল্প
কি সেটাই জানিনা।আসলে বুম্বা ভাই যে সমস্ত গল্প ও লেখক/ লেখিকার নাম দিয়েছেন হয়তো ২/১ জনের নাম শুনেছি। কিন্তু কোন গল্প পড়েছি কিনা তা বলা অসম্ভব। ধন্যবাদ বুম্বা ভাই।
লেখকের পরবর্তী আপডেট এর অপেক্ষায়।
লাইক ও রেপু দিলাম।
-------------অধম
ধন্যবাদ হে অভিমানী! শীঘ্রই ইহারও নব হালনাগাদ আসিবে। আর বুম্বার কমেন্ট সম্পর্কে ইহা কহিতে পারি উনি জ্ঞানের আকর লহিয়া বসিয়া আছেন। যাঁহারা উনার সান্নিধ্য পাইয়াছে তাঁহারা উনাকে সর্ব্বদা শিরে বসাইয়াছে। আমার থ্রেডে উনার কমেন্ট চিরদিনই এক স্বতন্ত্র স্থান দাবী করিয়াছে। তাহাদের প্রত্যেকটিই মূল্যবান। ইহাও এক অনন্য প্রাপ্তি আমার এই গসিপিতে আগমণের পর হইতে। তবে যে লেখক লেখিকাদের নাম তিনি করিয়াছেন উঁহাদের দু'একটা লেখনী পাঠ করিয়া দেখিতে পারেন, ঠকিবেন না। অদ্যাবধি গ্রন্থ কিনিয়া কেহ ঠকে নাই।