23-09-2023, 09:28 PM
(23-09-2023, 08:13 PM)rpsanam Wrote: আমি জানি তুমি কি জিনিস। তোমার প্রতিটা গল্পেই তার প্রমাণ পায়েছি। তোমার পাঠক হিসাবে তোমার কাছে একটাই ইচ্ছে পোষণ করছি নন্দনা বন্ধনাকে নিয়ে তুমি যা ইচ্ছা তাই কর কিন্তু ওদের স্বামীকে গন্ডু বানিয়ে দিও না।
আর একটা অভিযোগ আছে তুমি যত বড়ই আপডেট দাও না কেন আমার কাছে ছোট মনে হয় প্রয়োজনের সময় বেশি নাও তারপর বিশাল একটা আপডেট দাও।
???
অনেক ধন্যবাদ

(23-09-2023, 08:16 PM)rpsanam Wrote: তুমি যদি ফোরামে আর না লেখ তাহলে আমরা কার গল্পের আপডেট এর অপেক্ষায় থাকবো। এই ফোরামে তোমার আর কাদের ভাইয়ের গল্প রেগুলার পড়ে যাচ্ছি আস্তে আস্তে যদি তোমরা সবাই হারিয়ে যাও তাহলে ফোরামটা অকাল মৃত্যুবরণ করবে।
সবাইকেই একদিন চলে যেতে হয়। আমাকেও চলে যেতে হবে নতুনদের জায়গা করে দেওয়ার জন্য।