23-09-2023, 08:16 PM
(22-09-2023, 08:54 AM)Bumba_1 Wrote: কাহিনীতে পুনরায় বন্দনার এবং তার পরিবারের অন্তর্ভুক্তি যে তোমরা পছন্দ করেছো, এটা জেনে ভালো লাগলো। যেহেতু এটাই আমার শেষ লেখা, এরপর আর কিছু লিখবো না! তাই চেষ্টা করবো গল্পের আর যেটুকু বাকি আছে তাতে এমন কিছু সংযোজন করতে, যা আগে কখনো কেউ করেনি। সঙ্গে থাকো এবং পড়তে থাকো
তুমি যদি ফোরামে আর না লেখ তাহলে আমরা কার গল্পের আপডেট এর অপেক্ষায় থাকবো। এই ফোরামে তোমার আর কাদের ভাইয়ের গল্প রেগুলার পড়ে যাচ্ছি আস্তে আস্তে যদি তোমরা সবাই হারিয়ে যাও তাহলে ফোরামটা অকাল মৃত্যুবরণ করবে।