23-09-2023, 05:04 PM
(23-09-2023, 04:18 PM)sairaali111 Wrote:সম্ভবত ইহা - বিনয় - যাহা যথার্থ বিদ্বানদিগকে কর্ণের কবচকুন্ডলের ন্যায় আচ্ছাদিত করিয়া রাখে । সেই কারণেই এই খন্ডাংশের 'নিবেদনাংশ'টির উল্লেখ আপনার মন্তব্যে করা হয় নাই । - দৃষ্টিপথে পতিত হয় নাই 'উৎসর্গ'পর্ব - ইহা নিতান্তই অসম্ভব । - বীর্য্য এবং দৃষ্টি - উভয় 'পাতে'ই আপনি শ্যেন এবং শ্যেন ওয়ার্নের সহিত তুলনীয় - কথিত হয় । - সালাম জী ।
ইহা বলিব না যে উৎসর্গখানি গোচরে হয় নাই দেবী। উহা দেখিয়া কপোলদ্বয় প্রশস্ত হইয়াছিল বৈ কী! ওষ্ঠাধরে মৃদুমন্দ হাস্যরস এবং অহংও জাগ্রত হইয়াছিল ইহাও ঠিক। কিন্তু, দেবী, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখিলে ডরায়, একবার ইহার পূর্ব্বে উৎসর্গ লহিয়া কিছু কহিতে গিয়া কিঞ্চিৎ ভর্ৎসনা খাইয়াছিলাম তদবধি আর উৎসর্গ লহিয়া কিছু বলা প্রকাশ্যে সমীচীন বোধ করি নাই শুধু অন্তরে খুশীখানি ধরিয়া রাখিয়াছি।