23-09-2023, 04:18 PM
(23-09-2023, 12:30 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:অ্যানিম্যাম জিজ্ঞাসিল স্যারমামুর কথাশুনিয়া শর্ম্মিলার লাজে অবনত মাথা
অনবদ্য পর্ব্বঃ। বর্ণনা এবং বুনোট উভয়ই এই কাহিনীকে এক অপূর্ব্ব মিশেল দিয়াছে। তবে অধ্যাপিকার উপস্থিতি সম্ভবতঃ এই কাহিনীর সবচাইতে বড় উপস্থিতি। সাতরঙ্গা এই রামধনু কাহিনী সুচারু শব্দের এবং বিবিধ অলঙ্কারের ব্যবহারে সূচনা হইতেই স্বতন্ত্রতা দাবী করিয়াছে এবং বলিতে দ্বিধা নেই এই পর্ব্বঃও যথারীতি সেই স্বাতন্ত্র্য ধরিয়া রাখিয়াছে। অশেষ ধন্যবাদ দেবী। এমন সুন্দর এক পর্ব্বঃ উপহার দিবা নিমিত্ত। পরবর্ত্তী পর্ব্বের অপেক্ষায় রহিলাম।
সম্ভবত ইহা - বিনয় - যাহা যথার্থ বিদ্বানদিগকে কর্ণের কবচকুন্ডলের ন্যায় আচ্ছাদিত করিয়া রাখে । সেই কারণেই এই খন্ডাংশের 'নিবেদনাংশ'টির উল্লেখ আপনার মন্তব্যে করা হয় নাই । - দৃষ্টিপথে পতিত হয় নাই 'উৎসর্গ'পর্ব - ইহা নিতান্তই অসম্ভব । - বীর্য্য এবং দৃষ্টি - উভয় 'পাতে'ই আপনি শ্যেন এবং শ্যেন ওয়ার্নের সহিত তুলনীয় - কথিত হয় । - সালাম জী ।