23-09-2023, 12:31 PM
(23-09-2023, 08:32 AM)sairaali111 Wrote:''সতী শর্মিলা''র ০৫৫ খন্ডাংশ গতকল্যই নিবেদিত হইয়াছে । না না , আপনাকে পড়িতে বলার দুঃসাহস নাই । 'করিতে' বলা - সে তো হিমালয়-সদৃশ প্রতিবন্ধকতা ( অস্যার্থ - মন্তব্য ''করিতে'' ) । - শুধুমাত্র দেখিতে বলিতেছি - না , মানে , সনির্বন্ধ প্রার্থণা . . . . . - সালাম জী ।
স্বয়ং সায়রা দেবী নিমন্ত্রণ করিয়াছেন তাহার দ্বারে যাইতে মহাবীর্য্যের সাধ্য কী তাহা ঠুকরাইবার! সতী শর্ম্মিলার বেশ কতিপয় পর্ব্ব রহিয়াছে যাহা পাঠ করা হইয়া উঠে নাই দীর্ঘ অনুপস্থিতির কারণবশতঃ। এই সুযোগের সদ্ব্যবহার করিয়া উহাও পাঠ করিব সে দুঃসাহস আমার আছে দেবী। তাহা আমার নিকট হিমালয় সদৃশ প্রতিবন্ধকতা নহে বরং বড়ই সুখকর অভিজ্ঞতা।