23-09-2023, 06:33 AM
(16-11-2022, 05:28 PM)123@321 Wrote: অনেক ধন্যবাদ আপনাকে।
কেউ যদি গল্পটা রাজেশের দৃষ্টিকোণ থেকে লেখে, তাহলে হয়তো এই অসম্পূর্ণতা থাকবে না।
সেটা কেউ করলে করুক, আমার দ্বারা হবে না। আর কোন পুরুষ লিখলে হয়তো বেশি ভালো হবে।
আপনার আইডিয়াটা ভালো। যদি সম্ভব হয়, আমাকে একটা মেল বা পি.এম. করে রাখুন। আমি পরে ভেবে দেখবো রাজেশের ভার্সন করা যায় কিনা? এখন নিজের দুটো গল্প নিয়ে নাকানি চোবানি খাচ্ছি। এখন সম্ভব নয়।
আপনার পরিপূর্ণ কলমচি হওয়ার শুভকামনা।
আরও কিছু আইডিয়া পি.এম. করে দেবো। তাতে, লেখা অনেক সহজ হবে। অবশ্য, আপনি যদি রাজি থাকেন।