23-09-2023, 02:54 AM
অতসী, তোমার পুরো গল্পটা পড়লাম. খুবই ভালো লাগলো. বিশেষ করে পরিবেশনা, সোজা বাংলায় যাকে বলে presentation of the story. The whole narration is carried out in the memoir-frame. আর নিজেকে তুমি গল্পের নায়িকা হিসেবে উপস্থাপন করে 'নিজ-বয়ানে' গল্পটা খুবই বিশ্বাসযোগ্য, বাস্তবের কাছাকাছি নিয়ে এসেছো. তবু কিছু কিছু তো superficial তো লাগলো. যেমন রাজেশের সঙ্গে গল্পের নায়িকার এতো সহজে ঘনিষ্ঠতা !!! চেনা নেই-শোনা নেই ... এতো সহজে, এক বেলার মধ্যে !!! হ্যাঁ, গল্প বলেই বাস্তবের কাছাকাছি হয়ে ভোজবাজি.
আর 'সঙ্গত', আরো স্পষ্টভাবে 'সঙ্গত্' করা - এই অভিব্যক্তিটা হিন্দীতে হয়ে থাকে; বাংলায় 'সহযোগিতা করা'. যদিও, 'চাপ হয়ে যাবে' আর 'কেস খাওয়া' - এগুলো যদি রোজকার মুখের বুলি থেকে লেখার পাতায় উঠে আসতে পারে, তবে 'সঙ্গত করা'টাই বা কি দোষ করলো... হয়তো ভবিষ্যতে এও সাহিত্যিকদের কাছে ব্রাত্য থাকবে না. আর হ্যাঁ, 'দিগম্বর' [@ post #156] শব্দটির স্ত্রী-বাচক শব্দ 'দিগম্বরী'. আরো কিছু কিছু ছোটো খাটো ভুল চোখে পড়লো, বড়ো লেখাতে সিন্ধুতে-বিন্দুসম-পরিমাণ ভুল হওয়াটা স্বাভাবিক, যখন একদম প্রথম লেখা. তাই অল্প-কিছু-মন্দ-আর-অনেক কিছু-ভালো মিশিয়ে খুবই ভালো লেখা.
এর পরবর্তী পর্ব নিয়ে কবে আসছো ? অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবো.