22-09-2023, 08:58 PM
শুরুটা দূর্দান্ত হয়েছিলো। লেখার ধরন দেখে লেখক যে নবীণ সেটা বুঝতে খুব বেগ পেতে হয়নি। তবে লেখার মান বেশ উন্নত। একটু ঘষা-মাজা করলে লেখার হাত বেশ দ্রুতই পোক্ত হয়ে যাবে বলে আশা করি। তবে গল্পটা আরেকটু আগালে সেটা নিশ্চিতভাবে বলা যেতো। এখন আর সেটি সম্ভব নয়। এই গল্পটা আর এগুবে না। লেখক আর কোনো গল্প লিখেছেন কিনা সেটিও জানি না। এরকমভাবে মাঝ পথে লেখা থামিয়ে দিলে লেখার দরকারও নেই। এতে শুধু শুধু আফসোস বাড়ে।
লেখকের দিন দিন লেখার হাত আরো সমৃদ্ধ হউক সে কামনা করছি...
লেখকের দিন দিন লেখার হাত আরো সমৃদ্ধ হউক সে কামনা করছি...