22-09-2023, 01:16 PM
(22-09-2023, 10:45 AM)Somnaath Wrote: বাকিরা যেখানে বাচ্চা ছেলের মুতের মতো আপডেট দিচ্ছে, সেখানে তোমার এই পর্বকে ছোট বলার ধৃষ্টতা দেখাচ্ছি না। যেহেতু এই ফোরামের সমস্ত লেখকেরা বিনা পারিশ্রমিকে তাদের মূল্যবান সময় থেকে কিছুটা বের করে নিয়ে আমাদের মতো পাঠকদের জন্য এখানে লেখে, তাই আমি কখনোই কাউকে discourage করিনা। লেখা ভালো না লাগলেও প্রশংসাসূচক মন্তব্য করে থাকি। কিন্তু যেহেতু তোমার থেকে আমাদের দাবিটা অনেক বেশি, তাই এ কথা অবশ্যই বলবো - আমার মতে আজকের পর্বটা ঠিক জমলো না। বন্দনার Inclusion যে খুব একটা ভালোভাবে নিচ্ছি তা নয়! তবে চরিত্রটিকে যখন আবার ঢুকিয়েই ফেলেছ, তখন তো চাইলেই ছেঁটে ফেলতে পারবেনা! শুধু একটাই অনুরোধ, নন্দনার মধ্যে যে ন্যাকা ন্যাকা ভাবটা সৃষ্টি করেছ, সেটা শেষ পর্যন্ত বজায় রেখো। ও যেন নিজের ইচ্ছেয় কিছু না করে! ওর কাছ থেকে যেন সবকিছু আদায় করে নিতে হয়। এবার তোমার মতো একজন মহান লেখক এই কাজটা কি করে করবে, সেটা তুমিই জানো। এত জ্ঞান দিলাম বলে কিছু মনে করো না। পরের পর্ব তাড়াতাড়ি চাই, অপেক্ষায় থাকবো।
Exactly, One strong or stubborn female character development kora, and forceful submission, that is what we like ...