21-09-2023, 09:01 PM
(21-09-2023, 01:47 PM)Baban Wrote:ছবি খানা দেখেই অর্ধেক কাজ হইয়া গিয়াছে। বাকি টুকু লেখকের লেখাই করিয়া দেবে বুঝিতে পারিতেছি। ওই যে পূর্বেই কহিয়াছিলাম.... কাহিনীর শেষ ভাগে যা অপেক্ষায় আছে তা ভবিষ্যত বলিবে। কিন্তু এই বর্তমানের আদিম অংশ টুকু যাতে সম্পূর্ণ লালসায় পরিপূর্ণ হয় সেদিকেই সবার নজর। নন্দনা সহজে আউট হবেনা জানি, কিন্তু বিপক্ষ দলের খিলাড়ি গুলি যেন নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করে সেটাই কাম্য। ❤
হক কথা কইসো তবে তোমাদের ভালো লাগলেই আমার প্রাপ্তি।