20-09-2023, 07:50 PM
(20-09-2023, 06:31 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote: নন্দনার কাহিনী বিস্তর আগাইয়া গিয়াছে। বেশ কয়েকটা অধ্যায় পড়িলাম, তবে কাহিনীর সূচনাস্থলে যেমন মৃদুমন্দ হাস্যরস ছিল, কাহিনী অগ্রসর হইতে হইতে উহা আদিরসে পরিবর্ত্তিত হইয়াছে। বিবিধ চরিত্রের সমাগম ঘটিয়াছে তেমনই বুনোট আসিয়াছে লেখার ঝাঁজে। আশা করিতেছি শীঘ্রই কাহিনীর বর্ত্তমান বৃত্তে উপস্থিত হইতে পারিব। এমন সুন্দর কাহিনী নিৰ্ম্মাণ নিমিত্ত লেখক মহাশয়কে প্রণতি।