20-09-2023, 06:58 PM
ভায়া আমি আসিয়া গিয়াছি ফের গসিপিকে জ্বালাইতে। তুমি কোথা আছ শুনি? ঝটপট ফিরিয়া আইস, লেখক রূপে যদি ফিরিতে কষ্ট হয়, পাঠক রূপে অবশ্যই আইস। তোমা ব্যতিরেকে সখা আমার ভাণ্ডার শূণ্য। আমার শরীর কিঞ্চিৎ খারাপ, সুতরাং গরু খুঁজার মত এ যাত্রা তোমারে খুঁজিবার হাত হইতে আমারে রেহাই দাও এবং পত্রপাঠ রবিবার হইতে ভাণ্ডারে দর্শন দিয়া যাও। সঙ্গে রেপুটেশন লহিয়া আসিবে কিঞ্চিৎ, মাগনায় খাওয়া চলিবে না, ধার-বাকী সব বন্ধ।