19-09-2023, 09:15 PM
(19-09-2023, 04:23 PM)Kallol Wrote: কাওকে কিছু না বলে চুপচাপ কেটে পড়েছিলেন কেন মশাই? যতদিন না বড় বৌদির সঙ্গে আবার দেখা হচ্ছে ততদিন আপনার উপর থেকে রাগ কমছে না। বিজয়ের সঙ্গে দেখা হলেও মন্দ হয়না। তবে হঠাৎ করে এইভাবে পরিচিত ভালো লাগার মানুষ কে ফিরে পেলে সত্যই খুব ভালো লাগে।।।
হে কল্লোল, আপনার কোলাহল যে বড্ড স্মরণে আসিতেছিল এই কয়দিনে ইহা বলায় বাহুল্য। স্বেচ্ছায় কাটিয়া পড়িতে চাহি নাই মহাশয়, পরিস্থিতি জগদীশ এমন করিয়াছিল যে যাইতেই হইয়াছিল। তবুও আপনাদিগের আশীষ আর ভালবাসায় প্রত্যাবর্ত্তন ঘটিল। যে কল্লোলের হিল্লোলে মহাবীর্য্যের অবগাহন তাহার ব্যতিরেকে এই বুড়া ', থাকে কীরূপে! আমার সুহৃদকে আপনার যাচনা জানাইয়াছি বড়বৌদির সহিত আপনার সে সাক্ষাৎ করাইয়া দিবে বলিয়া আমাকে কথা দিয়াছে। বাকী রহিল বিজয়, তো মহাশয় সে শীঘ্র আসিবে আপনার সনে কিঞ্চিৎ গালগপ্পো করিতে সাথে অচিন্ত্যকেও আনিবে চিন্তা নাই। ভাল থাকিবেন হে কল্লোল। মহাবীর্য্যের প্রণাম রহিল