19-09-2023, 09:08 PM
(19-09-2023, 02:22 PM)Baban Wrote: আশা করি কুশলে আছো বন্ধুবর। কোনো তাড়াহুড়ো নেই। সময় নিয়ে আসো ফিরিয়া ♥️
তোমাদিগের সকলের আশীষ ও ভালবাসায় এবং জগদীশের অশেষ কৃপায় কুশলেই স্থিত আছি সখা। জানি বিস্তর বিলম্ব হইয়াছে তবুও এরূপ করিয়া গলে টানিয়া লহিলে কোন পাগলা তোমাদিগকে ছাড়িয়া থাকিতে পারিবে। তাই আসিতেই হইল। এই মহাবীর্য্য জীবনে একটা ক্ষেত্রেই কাঙ্গালপনা দেখাইয়াছে মিত্র তাহা হইল ভালবাসা। যে তাহাকে উহা একবিন্দুও দিয়াছে তাহার পিছু সে আর ছাড়ে নাই।