19-09-2023, 02:03 PM
ঔঁ জগদীশ
তাং ১লা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
স্থানঃ গসিপি
স্থানঃ গসিপি
প্রিয় পাঠকবৃন্দ-বন্ধু-সুধী সমীপেষু,
আশা করিতেছি আপনারা প্রত্যেকেই কুশলে-মঙ্গলে দিন অতিবাহিত করিতেছেন। কিছু বিশেষ কারণবশতঃ আমি দীর্ঘকাল ফোরাম হইতে অব্যাহতি লহিয়াছিলাম পূর্ব্বঘোষণা ব্যতিরেকেই তাহার কারণে আমি পরম লজ্জ্বিত ও ক্ষমাপ্রার্থী। ভাবিয়া ছিলাম, সামান্য লেখনী, তেমন পরিচিতি নাই কেহ আমার সহসা অনুপস্থিতি লহিয়া মাথা ঘামাইবে না কিন্তু আসিয়া আপ্লুত হইলাম বেশ কিছু চিঠি-পত্তর দেখিয়া, এবং মহাবীর্য্য ভাণ্ডারে এক সুধী হিংস্র প্রেমিকের অভিমানী অথচ নিরীহ এবং অহিংস জিজ্ঞাসা দেখিয়া। তেমন মসী না ঘষিতে পারিলেও আমার কালির রেখা যে কিঞ্চিৎ দাগ কাটিতে পারিয়াছে জানিয়া বাস্তবিক আহ্লাদিত হইয়াছি। দু-চারিটা যে বন্ধুজন আমাকে আপন বলিয়া গণ্য করিয়াছেন তাহা আমার পরম সৌভাগ্য।
এক্ষণে, যে প্রশ্নটি পাইয়াছি ইনবক্সের চিঠি পত্তরে এবং অভিমানী হিংস্র প্রেমিকের নিকট হইতে যে নবপত্রের সংযোজন কবে হইবে? উত্তর হইল আশু সম্ভাবনা রহিয়াছে আগামী রবিবারে সংযোজন সম্পন্ন করিবার, তবে সঠিক কথা দিতে পারিতেছি না। আমার মিত্রের ধুম্রগড় ডিটেকটিভ উপন্যাস এবং বৌদির চুমু-হামি নামক চটুল কাহিনীর সমাপন যেমন অবশিষ্ট রহিয়াছে তেমনই আমার বিজয়ের বিসিএস জয় এবং অচিন্ত্যের কাহিনীর সমাপন বাকীর খাতায় রহিয়াছে। সুতরাং, বিস্তর কলম ঘষিতে হইবে তাহাতে দ্বন্দ্ব নাই কিন্তু কতদূর তাহা বলা ভারী শক্ত। যাহা হউক, চেষ্টা করিব, বিস্তর পাঠক নাই আমার, সীমিত পাঠক তাহাদিগকে সামান্য উপহার দিতে পারিলে এই গরীব ', নিজেকে কৃতার্থ ভাবিবে।
জগদীশ আপনাদিগের সকলের সর্ব্বমঙ্গল করুক, সদা হাসিতে-খুশীতে দিবস অতিবাহিত ইহাই কামনা রহিল।
ভবদীয়,