18-09-2023, 08:14 AM
(18-09-2023, 01:03 AM)ray.rowdy Wrote:'গুরু মা' শব্দটি গুরুপত্নীকে বোঝানোর জন্য বা সম্বোধনের জন্য ব্যবহার করা হতো. 'গুরু' শব্দটির একটি স্ত্রীলিঙ্গ শব্দ রয়েছে - "গুর্বী", কিন্তু ব্যবহার কদাচিৎই নজরে পড়েছে.
''গুরু'' নিয়ে যে এমন ''গুরু''তর কথা চালাচালি শুরু হয়ে যাবে কে জানতো ? তবে , ভাবুন তো - চলতি সময়েও ''গুরু'' , ''মহাগুরু'' ''বিশ্বগুরু'' ইত্যাদি সম্বোধন যাঁর/যাঁদের প্রতি প্রযুক্ত হয় তাঁদের কেউ কি মহিলা ? - না , নয় । তাই , ''গুর্বী'' শুধু 'ব্যাকরণ উপক্রমণিকা'র পাতায়-ই থেকে যায় - গণ-ব্যবহারে অন্তর্ভুক্ত হয় না । - এটিই পুরুষতন্ত্রের কেরামতি ।- নিজের পাতে ঝোল টানা । ...... অবশ্য , এখন 'শিক্ষক' 'অভিনেতা' 'লেখক' .... ইত্যাদি শব্দের মতো ''গুরু''টিও উভয়ার্থক হ'তেই পারে । - তবে , সংশয় একটি থেকেই যায় - ব্যাপারখানা পুরুষদের কাছে যথার্থ ''আনন্দ''বাজার হয়ে উঠবে তো ? - সালাম ।